সজনে ডাঁটার চচ্চড়ি (Potato Drumsticks Curry recipe in Bengali)

Subinay Majumder
Subinay Majumder @cook_26217936
Kolkata

#GA4 #week25 এই সপ্তাহের ধাঁধাঁ থেকে আমি Drumsticks মানে সজনে ডাঁটা কে বেছে নিয়েছি।
এই আবহাওয়া পরিবর্তনের সময় নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায়।
তাই সজনে ডাঁটা খাওয়া টা খুব দরকার।

সজনে ডাঁটার চচ্চড়ি (Potato Drumsticks Curry recipe in Bengali)

#GA4 #week25 এই সপ্তাহের ধাঁধাঁ থেকে আমি Drumsticks মানে সজনে ডাঁটা কে বেছে নিয়েছি।
এই আবহাওয়া পরিবর্তনের সময় নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায়।
তাই সজনে ডাঁটা খাওয়া টা খুব দরকার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ২০০ গ্ৰাম সজনে ডাঁটার
  2. ২ টো আলু
  3. ৩ টে কাঁচালঙ্কা
  4. ২ চা চামচ কাঁচালঙ্কা বাটা
  5. ১/৪ চা চামচ কালোজিরা
  6. স্বাদমতোনুন
  7. ২ টেবিল চামচ সরষের তেল
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচ জিরে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সজনে ডাঁটার খোসা ছাড়িয়ে ২ ইঞ্চি মাপে কেটে নিতে হবে

  2. 2

    আলুকে লম্বা লম্বা করে কাটতে হবে।

  3. 3

    এবার একটা কড়াই তে ২ চামচ সরষের তেল গরম করে তাতে আলু গুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে। আলু ভাজার সময় অল্প নুন ব্যবহার করেছি।

  4. 4

    এরপর তাতে কালোজিরা ফোড়ন দিয়ে তাতে কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হবে। ১ মিনিট পর তাতে হলুদ, জিরে গুঁড়ো ও অল্প জল দিয়ে কষাতে হবে। মশলার কাঁচা গন্ধ কেটে গেল আলু দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর তাতে সজনে ডাঁটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করতে হবে।

  5. 5

    এরপর ১/২ কাপ মতো জল ও স্বাদমতো নুন দিয়ে ফুটতে দিতে হবে। এইসময় কাঁচালঙ্কা মাঝ বরাবর চিরে ঝোলে দিয়ে দিতে হবে।
    আলু ও ডাটা নরম হয়ে গেলে তাতে সরষে বাটা দিয়ে মিনিট ৩ রাখতে হবে। তারপর আঁচ বন্ধ করে কিছু সময় ঢাকা দিয়ে রাখতে হবে।

  6. 6

    তৈরি হয়ে গেল আলু সজনে ডাঁটার চচ্চড়ি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subinay Majumder
Subinay Majumder @cook_26217936
Kolkata

Similar Recipes