পনির মিক্সড ভেজিটেবল(paneer mixed vegetable recipe in Bengali)

Sneha Banerjee
Sneha Banerjee @Sneha_foodshop
Sneha Banerjee Akhansha,P-45/1C, Ramnarayan Pally,Behala Malirmat KOLKATA, WEST BENGAL 700061 India

#wd
আমার জীবনের বন্ধু, পথপ্রদর্শক, নির্দেশক, স্রষ্টা সবই আমার মা, তাই আজকের নারী দিবসের এই রেসিপিটি আমার মায়ের জন্য (পপি ব্যানার্জি)

পনির মিক্সড ভেজিটেবল(paneer mixed vegetable recipe in Bengali)

#wd
আমার জীবনের বন্ধু, পথপ্রদর্শক, নির্দেশক, স্রষ্টা সবই আমার মা, তাই আজকের নারী দিবসের এই রেসিপিটি আমার মায়ের জন্য (পপি ব্যানার্জি)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-45মিনিট
3-4 জন
  1. 250 গ্রামপনির আড়াইশো
  2. পরিমাণ মতবিভিন্ন রকমের সবজি। (ফুলকপি, গাজর, বিন্স, মটরসুটি, ক্যাপ্সিকাম)
  3. 1 টা টমেটো বাটা
  4. 1.5-2" আদা বাটা
  5. 1 +1চা চামচধনে জিরা বাটা
  6. 2-3টেকাঁচালঙ্কা বাটা
  7. স্বাদ মতনুন ও চিনি
  8. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  9. পরিমাণ মতসর্ষের তেল
  10. 2-3টেবিল চামচধনেপাতা কুচি
  11. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা ফোঁড়নের জন্য
  12. 1/2 চা চামচগাওয়া ঘি

রান্নার নির্দেশ সমূহ

30-45মিনিট
  1. 1

    সমস্ত সবজি ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। এইবার কড়াইয়ে তেল দিয়ে সবজি গুলো একটু ভেজে নামিয়ে নিতে হবে।

  2. 2

    পনির গুলো ছোট ছোট টুকরো করে কেটে একটু শুনুন ও মিষ্টি দিয়ে মাখিয়ে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এইবার কড়াইয়ে তেল গরম করে গরম মসলার ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যখন গরম মসলা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন সব বাটা মশলা গুলো একে একে দিয়ে সামান্য নুন ও হলুদ দিয়ে ভাজতে হবে।

  4. 4

    মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভাজা সবজি গুলি মসলার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল ঢেলে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে

  5. 5

    সবজিগুলো সেদ্ধ হয়ে এলে এবং জল শুকিয়ে এলে ভাজা পনির গুলো দিয়ে 1 মিনিট কত ঢাকা দিয়ে নাড়াচাড়া করে পরিমান মত মিষ্টি, ঘি ও ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে নামে নিলেই তৈরি নিরামিষ পনির মিক্সড ভেজিটেবল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sneha Banerjee
Sneha Banerjee @Sneha_foodshop
Sneha Banerjee Akhansha,P-45/1C, Ramnarayan Pally,Behala Malirmat KOLKATA, WEST BENGAL 700061 India

Similar Recipes