সজনে ডাঁটার উচ্ছে চচ্চড়ি (Sojne dantar uchcche chorchori recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

এ সময়ে সজনে ডাঁটা ও সজনে ফুল খাওয়া খুবই দরকারি। আজ আমি সজনে ডাঁটা দিয়ে_ উচ্ছে চচ্চড়ি করেছি ।এটি ভাতের সাথে খুবই ভালো লাগে। কোন কারণে যদি মুখে খাবারের রুচি না থাকে এই চচ্চড়ি দিয়ে ভাত খেলে মুখে রুচি চলে আসে।

সজনে ডাঁটার উচ্ছে চচ্চড়ি (Sojne dantar uchcche chorchori recipe in Bengali)

এ সময়ে সজনে ডাঁটা ও সজনে ফুল খাওয়া খুবই দরকারি। আজ আমি সজনে ডাঁটা দিয়ে_ উচ্ছে চচ্চড়ি করেছি ।এটি ভাতের সাথে খুবই ভালো লাগে। কোন কারণে যদি মুখে খাবারের রুচি না থাকে এই চচ্চড়ি দিয়ে ভাত খেলে মুখে রুচি চলে আসে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪-৫জন
  1. ২০০ গ্রাম উচ্ছে
  2. ১.৫ গ্রাম ডাটা
  3. ১ টা ছোট বেগুন
  4. ২টো মিডিয়াম সাইজ আলু
  5. ৪-৫টি চেরা কাঁচা লঙ্কা
  6. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ জিরা গুঁড়ো
  9. ১.৫ চা চামচ সরষে গুঁড়া
  10. ১ চা চামচ আদা বাটা
  11. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  12. ২টা শুকনো লঙ্কা
  13. ১ টা তেজপাতা
  14. ১/২ চা চামচ চিনি
  15. পরিমাণমতো সরষের তেল
  16. স্বাদমতোলবণ

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    উচ্ছে গুলো ছোট ছোট টুকরো করে কেটে নুন _হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    আলু ও বেগুন ছোট ছোট টুকরো করে কাটতে হবে। আর সজনে ডাঁটা একটু লম্বা করে কাটতে হবে।

  3. 3

    ১০ মিনিট পর উচ্ছে গুলো সরষের তেলে ভেজে উঠিয়ে রাখতে হবে

  4. 4

    এবার ওই তেলেই পাঁচফোড়ন শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আলু _বেগুনের টুকরো দিয়ে ৪-৫ মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে। এই সময়ে নুন_ হলুদ ও মেশাতে হবে।

  5. 5

    এরপর ডাটাগুলো ওর মধ্যে দিয়ে ১-২ মিনিট একটু নেড়েচেড়ে আদা বাটা জিরেগুঁড়ো ও লঙ্কাগুঁড়ো দিয়ে আরও ১.৫-২ মিনিট কষিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা সরষে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে ৮-১০ মিনিট মিডিয়াম আচে রাখতে হবে।

  6. 6

    এরপর যখন জল শুকিয়ে আসবে ও আলু সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা উচ্ছে ও সামান্য চিনি দিয়ে ভাল করে মিশিয়ে একেবারে শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে সজনে ডাঁটার _উচ্ছে চচ্চড়ি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes