তন্দুরি চিকেন ড্রামস্ট্রিক(tandoori chicken drumstick recipe in Bengali)

Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

#GA4
#week25
এবারের গোল্ডেন আ্যাপ্রণের ধাঁধা থেকে #ড্রামস্ট্রিক বেছে নিয়ে তৈরি করেছি তন্দুরি চিকেন ড্রামস্ট্রিক ,যা বড় থেকে ছোটো সবার ভালো লাগবে।

তন্দুরি চিকেন ড্রামস্ট্রিক(tandoori chicken drumstick recipe in Bengali)

#GA4
#week25
এবারের গোল্ডেন আ্যাপ্রণের ধাঁধা থেকে #ড্রামস্ট্রিক বেছে নিয়ে তৈরি করেছি তন্দুরি চিকেন ড্রামস্ট্রিক ,যা বড় থেকে ছোটো সবার ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
৩জন
  1. ৩টেচিকেন লেগ
  2. ১টেবিল চামচআদাবাটা
  3. ১ চা চামচরোস্টেড জিরের গুঁড়ো
  4. ১চা চামচধনেগুঁড়ো
  5. ২টেবিল চামচপাতিলেবুর রস
  6. ৩টেবিল চামচটকদই
  7. ১ টেবিল চামচরোষ্টেড ছাতু
  8. ১ টেবিল চামচতন্দুরি মশলা
  9. ২ টেবিল চামচ বাটার / মাখন
  10. স্বাদমতোনুন
  11. ১ চা চামচহলুদ গুঁড়ো
  12. ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  13. ১ টেবিল চামচগোলমরিচের গুঁড়ো
  14. পরিমাণ মতধনেপাতা কুচি,পেঁয়াজ কুচি, লেবুর টুকরো সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    সমস্ত উপকরণ হাতের কাছে রেখে চিকেনের লেগ ধুয়ে ভালো করে পরিস্কার করে ছুরি দিয়ে চিরে নিয়ে এতে পাতিলেবুর রস ও গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রাখতে হবে ঘন্টাখানেক।

  2. 2

    একঘন্টা পর বাটার বাদে সমস্ত উপকরণ চিকেনের লেগে মাখিয়ে রাখতে হবে।

  3. 3

    এখন ম‍্যারিনেটেড চিকেন লেগ আবারও একঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রাখতে হবে।

  4. 4

    পরের একঘন্টা পর ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে গ‍্যাসে একটা প‍্যান বসিয়ে তাতে বাটার দিতে হবে।

  5. 5

    বাটার গলতে শুরু করলে চিকেনের লেগ গুলো প‍্যানে বসিয়ে ড্রাই করে রোষ্ট করে নিতে হবে।

  6. 6

    একপিঠ সুন্দর রং ধরলে অন‍্যপিঠ চিমটে দিয়ে ধরে সাবধানে উল্টে আবার ও রোষ্ট করতে হবে।

  7. 7

    চাইলে বেক করেও এই ড্রামস্ট্রিক তৈরি করা যাবে। আমি তন্দুর স্টাইলে এটা বানিয়ে নিলাম।ওপর থেকে লেবুর রস ছড়িয়ে শসা পেঁয়াজের স‍্যালাড দিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

মন্তব্যগুলি (7)

Similar Recipes