চিকেন তন্দুরি (Chicken Tandoori Recipe in Benagli)

Rubia Begam
Rubia Begam @cook_200789

#GA4
#week15
এই সপ্তাহে ধাঁধা থেকে নিলাম চিকেন।
চিকেন তন্দুরি সবাই খুব খেতে ভালোবাসে আমার বাড়িতে।তাই প্রায় বানাই।

চিকেন তন্দুরি (Chicken Tandoori Recipe in Benagli)

#GA4
#week15
এই সপ্তাহে ধাঁধা থেকে নিলাম চিকেন।
চিকেন তন্দুরি সবাই খুব খেতে ভালোবাসে আমার বাড়িতে।তাই প্রায় বানাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ১ কেজি চিকেন
  2. ১ টি পাতিলেবুর রস
  3. ১৫০ গ্রাম জল ঝরানো টক দই
  4. ১ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
  5. ১ টেবিল চামচ তন্দুরি মশলা
  6. ১টেবিল চামচ চাট মশলা
  7. ১ চা চামচ কাসৌরি মেথি
  8. ১ চা চামচ গরম মশলা
  9. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  10. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  11. ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  12. স্বাদ মতোনুন
  13. ১ চা চামচ বীটনুন
  14. ৪ টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে চিকেন টা নুন পাতিলেবুর রস ও আদা রসুন মাখিয়ে ১ ঘন্টা রেখে দিতে হবে।

  2. 2

    এরপর একটি পাত্রে টক দই,কাঁচা লঙ্কা বাটা, নুন, বিটনুন,চাট মশলা,তন্দুরি মশলা,কাসৌরি মেথি,কাশ্মীরি গুঁড়ো লঙ্কা,গরম মসলা, সর্ষের তেল সব এক সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর চিকেনের মধ্যে ওই মশলা ভালো করে মাখিয়ে ৩ ঘন্টা মতো রেখে দিতে হবে।

  4. 4

    এরপর ননস্টিক প্যানে সাদা তেল দিয়ে চিকেনের পিস দিতে হবে।একটু লাল হয়ে এলে চিকেন উল্টে দিতে হবে।দুপাস বেশ পোড়া হয়ে এলে নামিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর গ্যাসের উপর তার বসিয়ে তার উপর চিকেন টা আবার পোড়াতে হবে ।দুদিক টা ভালো মতো হয়ে এলে নামিয়ে নিতে হবে।

  6. 6

    তারপর লেবু দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rubia Begam
Rubia Begam @cook_200789

Similar Recipes