ছানার জিলিপি(Chhanar Jilipi recipe in Bengali)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Delhi, India

#ফেব্রুয়ারি৫
#ছানারজিলিপি

খুবই সুস্বাদু এবং খুব অল্প সময়ে তৈরি হয় এমন একটি মিষ্টির পদ ভাগ করে নিলাম সব কুকপ্যাড বন্ধুদের সাথে।

ছানার জিলিপি(Chhanar Jilipi recipe in Bengali)

#ফেব্রুয়ারি৫
#ছানারজিলিপি

খুবই সুস্বাদু এবং খুব অল্প সময়ে তৈরি হয় এমন একটি মিষ্টির পদ ভাগ করে নিলাম সব কুকপ্যাড বন্ধুদের সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
6 জন
  1. 250 গ্রামপনির
  2. 5টেবিল চামচ ময়দা
  3. 2 কাপচিনি
  4. 1.5 কাপ জল
  5. 1 চিমটিখাবার সোডা
  6. 1/2 চা চামচছোটএলাচ গুঁড়ো
  7. 1 চিমটিবাসন্তী ফুড কালার
  8. প্রয়োজন অনুযায়ীভাজবার জন্য সাদা তেল
  9. 1 চা চামচকুচো পেস্তা গারনিশের জন্য

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    পনীর টুকরো করে কেটে নিন। একটা ব্লেন্ডারে পালস দিয়ে ভেঙে নিন।

  2. 2

    একই ব্লেন্ডারে ময়দা দিয়ে ঘুরিয়ে একদম মসৃণ করে নিন যাতে কোন ডেলা না থাকে।

  3. 3

    মিশ্রন খুব শক্ত হলে অল্প অল্প করে দুধ দিয়ে ধীরে ধীরে মিশিয়ে সিল্কি টেক্সচার করে নিন।সঙ্গে দিয়ে দিন ফুড কালার ও খাবার সোডা এবং ব্লেন্ডারেই রেখে দিন খানিক্ষণ।

  4. 4

    এবার আঁচে পাত্র বসিয়ে চিনি আর জল দিয়ে রস ফোটাতে দিন । রস গাঢ় হবে অথচ চটচটে নয় সেটা খেয়াল রাখতে হবে। মাঝে মধ্যে চামচ দিয়ে নাড়িয়ে রসের গারত্ব পরীক্ষা করে নেবেন।শেষে এলাচ গুঁড়ো মিশিয়ে আঁচ বন্ধ করে দিন।

  5. 5

    এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিন।
    একটা পাইপিং ব্যাগে ব্লেন্ডারে রাখা মিশ্রণটি ভরুন।

  6. 6

    এবার গরম হয়ে যাওয়া তেলে ব্যাটারটা ছাড়ুন জিলিপির আকারে।তেল থাকবে মিডিয়াম গরম। মিনিট তিনেক ভাজার পর ওপর পিঠ টা উল্টে ভাজুন সোনালী রং আসা অব্দি।

  7. 7

    এবার ভাজা জিলিপি গুলো রসে ডুবিয়ে খানিক্ষণ ভিজিয়ে তুলে নিন।

  8. 8

    ওপরে কুচানো পেস্তা ছড়িয়ে গরম বা স্বাবাভিক তাপমাত্রায় উপভোগ করুন পনীর বা ছানার জিলিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Delhi, India
Happy Homemaker with Homegrown Interests. Addicted to cooking, photography and travelling. Cooking is an art and I am an Artist🤘
আরও পড়ুন

Similar Recipes