আলু পরোটা (Aloo Paratha Recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

#wd এই আলু পরোটা টা আমার এক মাসিমা কে উৎসর্গ করলাম।ওনার ভীষণ প্রিয় একটা পদ। কিন্তু খুব দুঃখের কথা, উনি আর আমাদের কাছে নেই।ভগবানের কাছে চলে গেছেন।

আলু পরোটা (Aloo Paratha Recipe in Bengali)

#wd এই আলু পরোটা টা আমার এক মাসিমা কে উৎসর্গ করলাম।ওনার ভীষণ প্রিয় একটা পদ। কিন্তু খুব দুঃখের কথা, উনি আর আমাদের কাছে নেই।ভগবানের কাছে চলে গেছেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০মিনিট।
  1. ১/২ কাপ আটা
  2. ১/২ কাপময়দা
  3. স্বাদমতোনুন
  4. ১ চা চামচচিনি
  5. ২ টো আলু সিদ্ধ
  6. ২ টোকাঁচালঙ্কা
  7. ১ টেবিল চামচপিঁয়াজ কুচি
  8. ১ চা চামচ রসুন কুচি
  9. পরিমান মতোধনেপাতা কুচি
  10. ১/২ চা চামচআমের আচারের মশলা
  11. ৪ টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১০মিনিট।
  1. 1

    আটা,ময়দা, নুন, চিনি দিয়ে এক চামচ তেল দিয়ে ভালো করে মেশাতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে নরম করে মাখতে হবে।

  2. 2

    আলু সিদ্ধ তে নুন, লংকা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর আচারের মশলা দিয়ে মেখে পুর বানাতে হবে।

  3. 3

    মাখা আটার থেকে লেচি কেটে ওর মধ্যে আলু র পুর ভরে পরোটা টা বেলে নিতে হবে।

  4. 4

    সব গুলো পরোটা বেলা হলে তাওয়া য় সেঁকে,তেল দিয়ে ভেজে নিতে হবে।

  5. 5

    আলু র পরোটা বেশ মোটা আর বড় হয়।তাই পরোটা গুলো চার টুকরো করে কেটে দই দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

Similar Recipes