পানি পুরি (Pani puri recipe in Bengali)

Soma Roy
Soma Roy @somas_kitchen
Kolkata

পানি পুরি (Pani puri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
4 সারভিংস
  1. পুরির জন্য
  2. 1 কাপময়দা
  3. 1 কাপসুজি
  4. 1/2 চা চামচবেকিং সোডা
  5. 1 কাপতেল
  6. প্রয়োজন অনুযায়ী জল
  7. পানির জন্য
  8. 1/2 কাপতেঁতুলের পাল্প
  9. 1 চা চামচভাজা জিরা গুঁড়ো
  10. 1 চা চামচচিনি
  11. 1 চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. 2 কাপঠান্ডা জল
  13. 1 চা চামচনুন
  14. 2 চা চামচধনেপাতা কুচি
  15. 4-5 টালেবুর টুকরো
  16. পুরের জন্য
  17. 2 টোসেদ্ধ আলু
  18. 1 টাপেঁয়াজ কুচি
  19. 2 টেবিল চামচধনেপাতা কুচি
  20. 1 চা চামচকাঁচা লংকা কুচি
  21. 1 চা চামচভাজা জিরা গুঁড়ো
  22. 1 চা চামচচাট মশলা
  23. 1/2 চা চামচবিট নুন
  24. 2 চা চামচতেঁতুলের পাল্প

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    আলু সেদ্ধর সাথে সব উপকরণ দিয়ে মেখে নিতে হবে ।

  2. 2

    পানি বানাতে জল এর সাথে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  3. 3

    এবার পুরি বানাতে ময়দা, সুজি, বেকিং সোডা আর অল্প তেল দিয়ে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে ।

  4. 4

    এবার এর থেকে অল্প অল্প করে নিয়ে গোল বল বানিয়ে রুটির মতো বেলে নিয়ে কাটার দিয়ে কেটে নিতে হবে ছোট গোল করে।

  5. 5

    এবার গরম তেলে এই পুরি ভেজে তুলে নিতে হবে ।

  6. 6

    এবার একটা করে পুরি নিয়ে মাঝে ফাঁকা করে আলুর পুর ভোরে আর তেঁতুলের পানি দিয়ে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soma Roy
Soma Roy @somas_kitchen
Kolkata
আমি একজন হোমমেকার, রান্না করতে খুব ভালোবাসি, রান্না করে মানুষকে খাওয়াতে ভালো লাগে।
আরও পড়ুন

Similar Recipes