চিঁড়ের পোলাও (chinrer polao recipe in bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#স্মলবাইটস

চিঁড়ের পোলাও (chinrer polao recipe in bengali)

#স্মলবাইটস

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৩মিনিট
২ জনের জন্যে
  1. ২ কাপ একটু মোটা চিঁড়ে
  2. ১ টা সেদ্ধ আলু ছোট ছোট টুকরো করে কাটা।
  3. ১ টা বড় পেঁয়াজ কুচি
  4. ৩ টে কাঁচা লঙ্কা কুচি
  5. ৩ টেবিল চামচ ধনে পাতা কুচি
  6. ২ চা চামচ টম্যাটো কুচি
  7. ১৫-১৬ টা কারি পাতা
  8. ১ টেবিল চামচ লেবুর রস
  9. ৩ চা চামচ চিনা বাদাম
  10. ১৫-১৬ টা কাজু বাদাম
  11. ২ টেবিল চামচ সেও (ঝুড়ি)ভাজা
  12. ১ চা চামচ গোটা জিরে
  13. ১ চা চামচ গোটা সরষে
  14. ২ চিমটে হিং
  15. ১/২ চা চামচ হলুদ
  16. স্বাদ মতোচিনি
  17. স্বাদ অনুযায়ীনুন
  18. প্রয়োজন মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১৩মিনিট
  1. 1

    প্রথমে চিড়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে ৫ মিনিট। চিড়ে ভিজে ঝরঝরে হলে নুন ও চিনি পরিমাণ মত দিয়ে মিশিয়ে রেখে দিতে হবে আর ও ৫ মিনিট।

  2. 2

    কড়া তে তেল দিয়ে কাজু বাদাম ও চিনে বাদাম ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    ঐ তেল এ জিরে, সরষে ও হিং ফোড়ন দিতে হবে। সর্ষের ফাটতে থাকলে কারি পাতা ও হলুদ দিয়ে নেড়ে নিতে হবে।

  4. 4

    তারপর পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি হালকা ভেজে সেদ্ধ করে নেওয়া আলু দিয়ে ১-২ মিনিট ভাজা ভাজা করে নিতে হবে।

  5. 5

    আলু ভাজা ভাজা হলে হলে নুন, টম্যাটো কুচি, বাদাম ভাজা দিয়ে মিশিয়ে ভিজিয়ে রাখা চিড়ে দিয়ে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    চিড়ে র সাথে মসলা ভালো করে মিশে গেলে ধনে পাতা কুচি ও লেবুর রস ছড়িয়ে নেরে নামিয়ে নিতে হবে।

  7. 7

    প্লেটে এ সার্ভ করে ওপর থেকে বাকি পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি আর সেও (ঝুড়ি) ভাজা ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes