আলুর চপ(Aloor Chop recipe in Bengali)

Shahin Akhtar
Shahin Akhtar @cook_22361236
Kolkata Rajarhat

#স্মলবাইটস
স্মলবাইট প্রতিযোগিতায় আমি আলুর চপ বানালাম বিকেলে সবাই মিলে আড্ডা দিতে দিতে গরম গরম আলুর চপ আর মুড়ি খেলে মন্দ হবে না চলুন বানিয়ে ফেলি দেরি না করে

আলুর চপ(Aloor Chop recipe in Bengali)

#স্মলবাইটস
স্মলবাইট প্রতিযোগিতায় আমি আলুর চপ বানালাম বিকেলে সবাই মিলে আড্ডা দিতে দিতে গরম গরম আলুর চপ আর মুড়ি খেলে মন্দ হবে না চলুন বানিয়ে ফেলি দেরি না করে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৩জন
  1. ২টোআলু সিদ্ধ
  2. ১/২কাপবেসন
  3. ২চা চামচ ধনেপাতা কুচি
  4. ১/৪চা চামচহলুদ গুঁড়ো
  5. ১/২ চা চামচজিরে গুঁড়ো
  6. ১/৪ চা চামচধনে গুঁড়ো
  7. ১/৪চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  8. ১ চা চামচ গরম তেল
  9. স্বাদ মতোলবণ
  10. ২কাপভাজার জন্য সাদা তেল
  11. ১/২ চা চামচ আমচুর পাউডার
  12. ৩ চা চামচপিঁয়াজ ভাজা
  13. ১টাশুকনো লঙ্কা ভাজা

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    সিদ্ধ আলু ভালো করে মেখেনিতে হবে, কড়াতে ১ চামচ তেল দিয়ে আদা রসুন বাটা দিয়েএকটু ভাজা হলে সিদ্ধ আলু দিয়ে নুন জিরে গুড়ো, ধনে গুড়ো, লাল লঙ্কা গুড়ো, হলুদ গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে ভাজা পিয়াজ, শুকনো লঙ্কা গুড়ো করে মিশিয়ে নিতে হবে

  2. 2

    গ্যাস থেকে প্যান নামিয়ে ধনেপাতা কুচি আর আমচুর পাউডার দিয়ে আবারো ভালো ভাবে মিশিয়ে নিতে হবে

  3. 3

    একটা বাটিতে বেসন, নুন, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, হলুদ গুড়ো,কালো জিরে, সোডা দিয়ে ঘন করে ব্যাটার তৈরি করে ৫ মিনিট মতো রেস্টে রাখতে হবে

  4. 4

    আলু মাখা ঠান্ডা হলে অল্প অল্প মাখা নিয়ে গোল করে চ্যাপটা করে গড়ে নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে সোনালি করে ভেজে নিতে হবে আর গরম গরম আলুর চপ পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shahin Akhtar
Shahin Akhtar @cook_22361236
Kolkata Rajarhat

Similar Recipes