বাসন্তী পোলাও(Basanti polau recipe in bengali)

Bidisha Ghosh Hansda
Bidisha Ghosh Hansda @Bidisha_9336296
Konnogor

আশা করি আপনাদের ভালো লাগবে।।

বাসন্তী পোলাও(Basanti polau recipe in bengali)

আশা করি আপনাদের ভালো লাগবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট।।
৫-৬ জন।।
  1. ৫০০ গ্রাম গোবিন্দভোগ চাল
  2. প্রয়োজন অনুযায়ীকামধেনু রঙ
  3. স্বাদমতো চিনি
  4. স্বাদ মতো নুন
  5. ২-৩ টি এলাচ
  6. ১টি তেজপাতা
  7. ১ চা চামচ ঘি
  8. ২৫ গ্রাম কাজুবাদাম
  9. ২৫ গ্রাম কিসমিস
  10. ১ টি দারচিনির টুকরো
  11. প্রয়োজন মতকয়েকটি লবঙ্গ

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট।।
  1. 1

    প্রথমে চালটিকে ধুয়ে নেওয়া হল।।

  2. 2

    তারপর চালটিকে ঘি আর একটু কামধেনু রঙ মাখিয়ে নেওয়া হল।।

  3. 3

    তারপর কড়াইতে সাদা তেল দিয়ে কাজুবাদাম, কিসমিস গুলোকে একটু ভেজে নেওয়া হল।।

  4. 4

    তারপর ওই তেলেই গোটা গরমমশলা, আর তেজপাতা দিয়ে দিতে হবে।।

  5. 5

    তারপর ঘি, কামধেনু রঙ মাখানো চালটি দিয়ে নারা চারা করতে হবে ৩-৪ মিনিট।।

  6. 6

    তারপর চাল মেপে জল দিতে হবে।।

  7. 7

    তারপর স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিতে হবে।।

  8. 8

    তাহলেই হয়ে যাবে পোলাও।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bidisha Ghosh Hansda
Bidisha Ghosh Hansda @Bidisha_9336296
Konnogor
আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আবার একজন মধ্যবিত্ত পরিবারের বউ। রান্না হল আমার আবেগ। আমার পরিচিতি ❤।
আরও পড়ুন

মন্তব্যগুলি (6)

Similar Recipes