পাপড়ি চাট (papri chat recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#Streetology
পাপড়ি চাট একটা মুখরোচক খাবার। রাস্তার মোড়ে মোড়ে পাপড়ি চাটের স্টল দেখলে লোভ সামলানো দায় হয়ে পড়ে।

পাপড়ি চাট (papri chat recipe in Bengali)

#Streetology
পাপড়ি চাট একটা মুখরোচক খাবার। রাস্তার মোড়ে মোড়ে পাপড়ি চাটের স্টল দেখলে লোভ সামলানো দায় হয়ে পড়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
১জন
  1. ১/২ময়দা
  2. ৩ চা চামচ সুজি
  3. ১ চা চামচ সাদা তেল
  4. স্বাদ মত লবণ
  5. পরিমান মত সাদা তেল
  6. ৩-৪চা চামচ ছোলা ও মটর সিদ্ধ
  7. ১/২ শসা কুচি
  8. ১/২ আলু সেদ্ধ
  9. ১/৩ পেঁয়াজ কুচি
  10. ১টা কাঁচা লঙ্কা কুচি
  11. ১/৩ টমেটো কুচি
  12. ৫ চা চামচ ঝুরি ভাজা
  13. ৫ চা চামচ তেঁতুলের চাটনি
  14. ৫ চা চামচ ধনেপাতা চাটনি
  15. ৬ চা চামচ সামান্য চিনি মেশানো টক দই
  16. স্বাদমতোবিট লবণ
  17. ১ চা চামচ ধনেপাতা কুচি
  18. ১/৩চা চামচ চিনি
  19. ১/৪চা চামচ সাদা লবণ

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    ময়দা, সুজি,সাদা তেল ও আন্দাজমতো লবণ মিশিয়ে ময়দা একটু নরম করে মেখে ২৫-৩০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।

  2. 2

    ৩০ মিনিট পর লেচি কেটে রুটির মতো বেলে একটা গোল ঢাকনা দিয়ে গোল করে কেটে নিয়ে কাটা চামচ দিয়ে তার গায়ে ছিদ্র করে দিতে হবে _যাতে ভাজার সময় পাপড়ি গুলো ফুলে না ওঠে।

  3. 3

    এবার সাদা তেলে সেগুলো লালচে করে ভেজে নিতে হবে।

  4. 4

    সেদ্ধ করা আলু স্লাইস করে কেটে নিতে হবে। আর শসা,পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কাটতে হবে।ছোলা ও মটর সিদ্ধ করে নিতে হবে।

  5. 5

    এবার পাপড়ি গুলো প্লেটে সাজিয়ে প্রথমে স্লাইস করা আলুর টুকরো দিয়ে তার ওপরে ছোলা, মটর,শসা কুচি, পেঁয়াজ কুচি,কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে ধনেপাতার চাটনি,তেঁতুলের চাটনি ও টকদই দিতে হবে।

  6. 6

    এরপর সামান্য বিট লবণ,ধনেপাতা কুচি ও ঝুরিভাজা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে পাপড়ি চাট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes