পাপড়ি চাট(papri chaat recipe in Bengali)

Monalisa Das
Monalisa Das @cook_22815521

#ebook2
#নববর্ষ রেসিপি

পাপড়ি চাট(papri chaat recipe in Bengali)

#ebook2
#নববর্ষ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কাপ ময়দা
  2. ১/২কাপ সুজি
  3. ১/২ চা চামচ কালোজিরা
  4. পরিমাণ মতলবণ
  5. পরিমাণ মতজল
  6. প্রয়োজন অনুযায়ী চিনি
  7. পরিমাণ মতসাদাতেল
  8. ২টো আলু সেদ্ধ
  9. ১টা টমেটো কুচি
  10. ১টা পেঁয়াজ কুচি
  11. স্বাদমতোলঙ্কা কুচি
  12. প্রয়োজন অনুযায়ীতেঁতুলের টক মিষ্টি চাটনি
  13. ১ চা চামচভাজা মশলা (ধনে+জিরে+শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করা।
  14. পরিমান মতোফেটানো টক দই
  15. পরিমানমতোঝুরিভাজা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে বাটির মধ্য ময়দা সুজি সামান্য কালোজিরা নুন চিনি স্বাদমতো তেল নিয়ে ভালো করে ময়ান দিতে হবে। এমনভাবে ময়ান দিতে হবে যাতে মুঠো করলে ময়দা টা খোল হয়ে যায় আর হাত দিলেই ভেঙে যায়।

  2. 2

    তারপর পরিমাণ মত জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে।৩০ মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে।

  3. 3

    ৩০ মিনিট বাদে ময়দা থেকে লেচি কেটে ফেলে নিয়ে কৌটো র মুখ বা গোল কিছু দিয়ে কেটে নিতে হবে।

  4. 4

    এবার ওই কাটা পাপড়ি গুলো কে পাতলা করে বেলে কাটা চামচ দিয়ে মাঝখানে ফুঁটো করে দিতে হবে।

  5. 5

    তারপর ডুবো তেলে ভেজে নিলে পাপড়ি গুলো রেডি 😋।

  6. 6

    প্রথমে ১টা বাটির মধ্যে সেদ্ধ আলু পিস করে কাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, সামান্য নুন, ভাজা মশলা, মিশিয়ে নিতে হবে।

  7. 7

    এবার একটা সার্ভিং প্লেটের উপর পাপড়ি গুলো সাজিয়ে নিয়ে তার উপরআলুর মিশ্রণ টা ছড়িয়ে দিতে হবে ।আর সবশেষে মিশ্রণ টির উপর টকদই, তেঁতুল চাটনি ছড়িয়ে উপর থেকে ঝুরিভাজা ছড়িয়ে দিলে রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Monalisa Das
Monalisa Das @cook_22815521

Similar Recipes