নবরত্ন পোলাও(Navaratna Pulao Recipe In Bengali)

Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

#মা২০২১
এই রেসিপি টা মায়ের কাছ থেকেই শেখা। আমার হাতে এই রান্নাটা খেতে মা খুব ভালোবাসেন । তাই মাতৃ দিবস উপলক্ষে মাকে এই রান্নাটা করে সম্মানিত করলাম।

নবরত্ন পোলাও(Navaratna Pulao Recipe In Bengali)

#মা২০২১
এই রেসিপি টা মায়ের কাছ থেকেই শেখা। আমার হাতে এই রান্নাটা খেতে মা খুব ভালোবাসেন । তাই মাতৃ দিবস উপলক্ষে মাকে এই রান্নাটা করে সম্মানিত করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15_20 মিনিট
  1. পরিমাণ মতোকয়েক টুকরো পনির কিউব করে কাটা
  2. 1/4ক্যাপ্সিকাম কিউব করে কাটা
  3. 1/4হলুদ বেলপেপার কিউব করে কাটা
  4. 1/4রেড বেল পেপার কিউব করে কাটা
  5. 1 টাগাজর টুকরো করে কাটা
  6. পরিমাণ মতো কয়েক টা বিন্স টুকরো করে কাটা
  7. 400 গ্রামগোবিন্দভোগ চাল
  8. প্রয়োজন মতসাদা তেল ও ঘি
  9. 2 টোএলাচ, 2টুকরো দারুচিনি, 3টে লবঙ্গ
  10. স্বাদ মতনুন ও চিনি
  11. 2 চা চামচগরম মসলা গুঁড়ো
  12. প্রয়োজন মত গরম জল

রান্নার নির্দেশ সমূহ

15_20 মিনিট
  1. 1

    প্রথমে সাদা তেল ও ঘি গরম করে পনির ও সমস্ত ভেজিটেবিল গুলো ভেজে তুলে নিলাম

  2. 2

    ওই তেলেই গোটা গরম মসলা থেঁতো করে ফোড়ন দিলাম।

  3. 3

    এবার গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে দিয়ে দিলাম

  4. 4

    স্বাদমতো নুন ও চিনি দিয়ে গরম জল দিয়ে ভাল করে মিশিয়ে দিলাম

  5. 5

    বলক আসলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য

  6. 6

    দশ মিনিট পর ঢাকা সরিয়ে জল কিছুটা শুকিয়ে আসলে ভেজে রাখা ভেজিটেবিল পনির কাজু ও কিসমিস এবং কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম

  7. 7

    এরপর আরো দু মিনিট নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম

  8. 8

    এরপর সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করেছি আমার মায়ের পছন্দের নবরত্ন পোলাও

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

Similar Recipes