নবরত্ন পোলাও(Nabaratna polao recipe in Bengali)

SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০

#GA4
#week19

ঊনবিংশ সপ্তাহের ধাঁধাঁ থেকে "পোলাও" শব্দ বেছে নিয়ে আমি বানিয়েছি 'নবরত্ন পোলাও'।

নবরত্ন পোলাও(Nabaratna polao recipe in Bengali)

#GA4
#week19

ঊনবিংশ সপ্তাহের ধাঁধাঁ থেকে "পোলাও" শব্দ বেছে নিয়ে আমি বানিয়েছি 'নবরত্ন পোলাও'।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৬ জন
  1. ৩ কাপ গোবিন্দভোগ চাল৩ কাপ গোবিন্দভোগ চাল
  2. ৩০০ গ্রাম পনির
  3. ৩/৪ কাপ ছোটো চৌক করে কাটা আলু
  4. ১ টা ছোটো ফুলকপি ছোটো চৌক করে কাটা
  5. ৩/৪ কাপ ছোটো চৌক করে কাটা গাজর
  6. ১ টা ছোটো চৌক করে কাটা ক্যাপ্সিকাম
  7. ১/২ কাপ ছোটো টুকরো করা বিন্স
  8. ১ কাপ কড়াইশুটি
  9. ১/২ কাপ কাজুবাদাম
  10. ১/২ কাপ কিশমিশ
  11. ২-৩ টে তেজপাতা
  12. ৪ টে ছোটো এলাচ
  13. ২ ইঞ্চি" এলাচ ছোটো ছোটো টুকরো করা
  14. ১.৫ চা চামচ গরমমশলা গুঁড়ো
  15. স্বাদ মতো নুন চিনি
  16. ১০০ গ্রাম ঘি
  17. ৪ টেবিল চামচ সাদা তেল
  18. ২ কাপ দুধ
  19. ৪ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ৫০ গ্রাম ঘি,পরিমাণ মতো চিনি ও নুন দিয়ে একসাথে খুব ভালো করে মেখে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ২৫ মিনিট রেখে দিতে হবে

  2. 2

    পনির ছোটো ছোটো চৌক করে কেটে নিতে হবে।সব সব্জি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।শুকনো জিনিষ গুলো এক জায়গায় জড়ো করে নিতে হবে

  3. 3

    কড়াইতে ৪ টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তারমধ্যে আলু দিয়ে মাঝারি আঁচে ২ মিনিট ভালো করে ভেজে তাতে গাজর দিয়ে আরও ২ মিনিট ভেজে নিতে হবে

  4. 4

    আলু আর গাজর ভাজা হলে ফুলকপি ও ১/৪ চা চামচ নুন দিয়ে ৩-৪ মিনিট নেড়েচেড়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে

  5. 5

    ওই তেলের মধ্যেই এক চিমটি নুন দিয়ে পনিরের টুকরো গুলো ২ মিনিট ভেজে তুলে নিতে হবে এরপর ওই তেলেই বিন্স দিয়ে ২ মিনিট ভেজে নিতে হবে

  6. 6

    বিন্স ভাজা হলে তারমধ্যে একে একে ক্যাপ্সিকাম, কড়াইশুটি,কাজুবাদাম ও কিশমিশ দিয়ে সামান্য নুন দিয়ে ২-৩ মিনিট ভালো করে ভেজে তুলে নিতে হবে

  7. 7

    ওই কড়াইতেই বাকি ঘিটা দিয়ে গরম হলে ঢিমি আঁচে তেজপাতা,এলাচ ও দারচিনি ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে।ফোড়োনের সুন্দর গন্ধ ছাড়লে ঘি মাখানো চালটা দিয়ে মাঝারি আঁচে ৩-৪ মিনিট ভালো করে ভেজে নিতে হবে

  8. 8

    চাল ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারমধ্যে ভেজে রাখা সমস্ত সব্জি,কাজুবাদাম ও পনিরের টুকরো গুলো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও ৩-৪ মিনিট ভালো করে ভেজে নিতে হবে

  9. 9

    ওপরে ১.১/২ চা চামচ গরমমশলা গুঁড়ো ছড়িয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুধ ও জল দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন ও চিনি দিয়ে আবার একবার ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঢিমি আঁচে পোলাও টাকে রান্না হতে দিতে হবে

  10. 10

    ২০ মিনিট পর ঢাকা তুলে জল শুকিয়ে চাল ৯০% সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে। ৩ মিনিট পরে ঢাকা তুলে আসতে আসতে নীচের ভাত গুলো ওপরে তুলতে হবে আর ওপরের ভাত গুলো নিচে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। মিনিট ২ পর ঢাকা তুলে গরম গরম পছন্দের আমিষ-নিরামিষ পদের সাথে পরিবেশন করতে হবে

  11. 11

    আমি ডিম-ফুলকপি দিয়ে পরিবেশন করেছি নবরত্ন পোলাও

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০
এক গৃহবধূ।নিজে খেতে খুব একটা ভালোবাসিনা।কিন্তু নতুন নতুন রান্না করেসবাইকে খাওয়ানোর পরে তাদের মুখের হাসিটা দেখতে খুব ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes