নবরত্ন পোলাও (navratan pulao recipe in Bengali)

Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

#ebook2
#দুর্গাপূজা

দুর্গাপূজার সময় আমরা বিভিন্ন রকমের পদের রান্না করে থাকি।এই নবরত্ন পোলাও টি দুর্গাপূজার সময় খুব ভালো জমে যায়। এটি খেতেও খুব সুস্বাদু হয়। ৯ রকম জিনিস দিয়ে তৈরি হয় বলে এটি নবরত্ন পোলা ও নামে পরিচিত।

নবরত্ন পোলাও (navratan pulao recipe in Bengali)

#ebook2
#দুর্গাপূজা

দুর্গাপূজার সময় আমরা বিভিন্ন রকমের পদের রান্না করে থাকি।এই নবরত্ন পোলাও টি দুর্গাপূজার সময় খুব ভালো জমে যায়। এটি খেতেও খুব সুস্বাদু হয়। ৯ রকম জিনিস দিয়ে তৈরি হয় বলে এটি নবরত্ন পোলা ও নামে পরিচিত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
৪ জন
  1. ২কাপ বাসমতী চাল
  2. ২চা চামচ দেশি ঘি
  3. ৩চা চামচ সাদা তেল
  4. ১/২কাপ ফুলকপি
  5. ২চা চামচ ক্যাপ্সিকাম কুচি
  6. ১টি গাজর
  7. ৪চা চামচ মটরশুঁটি
  8. ১০টি বিন্স
  9. ২০টি কাজুবাদাম
  10. ৪চা চামচ কিশমিশ
  11. ১০টি আমন্ড বাদাম
  12. ২০০ গ্রাম পনির
  13. ২টুকরো দারুচিনি
  14. ৮টি ছোট এলাচ
  15. ১টি জয়িত্রী ফুল
  16. ১টি স্টার অ্যানিস
  17. ৪টি লবঙ্গ
  18. ২টি তেজপাতা
  19. স্বাদমতো নুন
  20. ৩চা চামচ চিনি
  21. ১কাপ দুধ
  22. পরিমাণমতো জল
  23. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  24. ৮ টি চেরি

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    প্রথমে সমস্ত সবজি আর পনির গুলো কে ছোট করে কেটে নিতে হবে। আর চালটা কে ভিজিয়ে জল ঝরিয়ে একটু হলুদ মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার একটা প্যান এর মধ্যে তেল গরম করে সমস্ত সবজি গুলোকে ভেজে নিতে হবে।

  3. 3

    এরপর পনির আর কাজু কিসমিস আমন্ড বাদাম গুলোকেও ভেজে নিতে হবে।

  4. 4

    এরপর প্যান এর মধ্যে ঘি গরম করতে হবে ।

  5. 5

    ঘি এর মধ্যে গোটা গরম মসলা তেজপাতা ফোড়ন দিতে হবে।

  6. 6

    ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলো ভেজানো চাল টা দিতে হবে।

  7. 7

    চালটা কিছুক্ষণ ভাজা হলে পরে সমস্ত সবজি পনির ড্রাই ফ্রুটস দিয়ে আরও দু-তিন মিনিট ভাজতে হবে।

  8. 8

    এরপর ওর মধ্যে চারটে এলাচ জয়ত্রী গুঁড়ো করে আর নুন মিষ্টি দিতে হবে।

  9. 9

    এরপর ওর মধ্যে দুধ জলটা দিয়ে ঢেকে ১০ মিনিট হতে দিতে হবে কম আঁচে।

  10. 10

    ১০মিনিট পর ঢাকনা খুলে দেখতে হবে।

  11. 11

    ঝরঝরে হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে উপর থেকে কিছু চেরি ছড়িয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

Similar Recipes