আলু দিয়ে মটন কারি (Aloo mutton curry recipe in Bengali)

Debjani Paul
Debjani Paul @bake0clock

#আলু,
যাই বলো বাপু, মাংসের ঝোলের আলু খেতে খুব ভালো লাগে, আর আমার মত অনেকেই ভালোবাসে।
আলুর কেরামতি দেখাতে এই রান্না টা পোস্ট করলাম।

আলু দিয়ে মটন কারি (Aloo mutton curry recipe in Bengali)

#আলু,
যাই বলো বাপু, মাংসের ঝোলের আলু খেতে খুব ভালো লাগে, আর আমার মত অনেকেই ভালোবাসে।
আলুর কেরামতি দেখাতে এই রান্না টা পোস্ট করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
২জনের জন্য
  1. ৩টি আলু
  2. ৩০০গ্রাম মাংস
  3. ২টি পিঁয়াজ কুচি
  4. ৩চা চামচআদা রসুন বাটা
  5. ৪টি লঙ্কা বাটা
  6. ১ চা চামচ হলুদ
  7. ২চা চামচনুন
  8. ১/২চা চামচ গরম মশলা
  9. ৩চা চামচ টক দই
  10. ২চা চামচতেল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    মাংস ধুয়ে নুন হলুদ কাচা পিয়াজ দই মাখিয়ে রেখে দাও।

  2. 2

    আলু ভেজে তুলে রাখ

  3. 3

    তেল গরম করে আদারসুন বাটা কষিয়ে, মাখানো মাংস দিয়ে দাও।

  4. 4

    এরপর আলু দিয়ে নুন মিষ্টি দাও,

  5. 5

    প্রেসার কুকারে দিয়ে ভাল করে সেদ্ধ করে নাও।

  6. 6

    একটি পাত্রে ঢেলে গরম মশলা মিশিয়ে পরিবেশন করে দাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debjani Paul
Debjani Paul @bake0clock

মন্তব্যগুলি

Similar Recipes