গুগলি আলু কারি (googli aloo curry recipe in Bengali)

Puja Adhikary (Mistu)
Puja Adhikary (Mistu) @mistimistu

গুগলি আলু কারি (googli aloo curry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
4জন
  1. 1 কাপগুগলি
  2. 1 টিআলু
  3. স্বাদ মতনুন ও চিনি
  4. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  5. স্বাদ মতলঙ্কা গুঁড়ো
  6. 1 টাটমেটো কুচি
  7. 1/2 চা চামচআদা বাটা
  8. 1/2 চা চামচরসুন বাটা
  9. 1/2চা চামচজিরা গুঁড়ো
  10. 1/2চা চামচধনে গুঁড়ো
  11. পরিমাণ মতসর্ষে তেল
  12. 1 টাপেয়াঁজ কুচি
  13. 2 টো চেরা কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    প্রথমে গুগলি গুলো ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। নুন মাখিয়ে রাখুন

  2. 2

    তারপর কড়াইয়ে তেল গরম করে গুগলি গুলো দিয়ে নেড়ে নিন। আলু ভেজে নিন।

  3. 3

    তারপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি,কাঁচা লঙ্কা, সব গুড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন যতক্ষণ না তেল ছাড়ে। তারপর আলু ও গুগলি গুলো দিয়ে নেড়ে নিন।

  4. 4

    তারপর সামান্য জল দিয়ে ফুটে উঠলে নুন চিনি আন্দাজমতো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

  5. 5

    তারপর মোজে এলে নামিয়ে নিন। তারপর পরিবেশন করুন। ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Adhikary (Mistu)
আমি রান্না করতে ভালোবাসি। রান্না করে আমি খুব আনন্দ পায় ।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes