মটর পনির দম (matar paneer dum recipe in Bengali)

Sarbani Roy Chowdhury
Sarbani Roy Chowdhury @Sarbani2912

মটর পনির দম (matar paneer dum recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
3 সারভিংস
  1. 250 গ্রামপনির
  2. 1টেবিল চামচ দই
  3. 1/2 চা চামচআদা গুঁড়ো
  4. 1/2 চা চামচরসুন গুঁড়ো
  5. 1 কাপসেদ্ধ কড়াইশুঁটি
  6. 2-3 টিচেরা কাঁচালন্কা
  7. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  8. 1 চা চামচমৌরি গুড়ো
  9. 1/2 চা চামচগোলমরীচ গুড়ো
  10. 1/2 চা চামচগরম মশলা গুড়ো
  11. 2 চা চামচসর্ষে তেল
  12. 1/2চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  13. স্বাদ মতলবণ ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    পনীর চৌকো করে কেটে লবণ ও চিনি মেশানো গরম জলে দিয়ে রাখুন।

  2. 2

    দই গরম মশলা গুড়ো বাদে সমস্ত গুড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন।

  3. 3

    এবার গরম জল থেকে পনীর জল চেপে বার করে মশলা মেশানো দইয়ে সর্ষে তেল ও সেদ্ধ কড়াইশুটি দিয়ে মাখিয়ে নিন। কাঁচালন্কা দিয়ে একটি ঢাকা দেওয়া টিফিন কৌটোতে ভরুন।

  4. 4

    একটি পাত্রতে জল বসিয়ে টিফিন কৌটোটি বসিয়ে ওভেনে 20 মিনিট মাঝারি আঁচে ফোটান।

  5. 5

    কিছুক্ষন পরে কড়াইতে লবণ ও চিনি মেশাশো গরম জলে ভাপানো পনীর ঢেলে দিয়ে বড় আঁচে 3 মিনিট মতো রান্না করে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarbani Roy Chowdhury

মন্তব্যগুলি

Similar Recipes