চিকেন চাপলি কাবাব (Chicken Chapli Kebab recipe in Bengali)

Rubia Begam
Rubia Begam @cook_200789

#খুশিরঈদ
ঈদ উপলক্ষ্যে স্ন্যাক্স এ এই কাবাব ট্রাই করেছিলাম।দারুন হয়েছিল।তার রেসিপি শেয়ার করলাম।

চিকেন চাপলি কাবাব (Chicken Chapli Kebab recipe in Bengali)

#খুশিরঈদ
ঈদ উপলক্ষ্যে স্ন্যাক্স এ এই কাবাব ট্রাই করেছিলাম।দারুন হয়েছিল।তার রেসিপি শেয়ার করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ৫০০ গ্রাম চিকেন কিমা
  2. ১ টেবিল চামচ গোটা জিরে
  3. ১ টেবিল চামচ গোটা ধনে
  4. ৩ টে শুকনো লঙ্কা
  5. ১ টি মাঝারি পেঁয়াজ কুচি
  6. ২ টি টমেটো কুচি
  7. ১ টেবিল চামচ আনারদানা পাউডার
  8. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  9. প্রয়োজন মত নুন
  10. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদা তেল
  11. ৪ টেবিল চামচ বেসন
  12. স্বাদমতোবিটনুন
  13. ১ টেবিল চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  14. ১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  15. ১ টি ডিম

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    গোটা ধনে গোটা জিরে ও শুকনো লঙ্কা করিতে হালকা করে ভেজে নিয়ে মিক্সি তে গুড়িয়ে নিয়ে মশলা তৈরি করে নিতে হবে ।

  2. 2

    পিয়াঁজ টমেটো ছোট করে কেটে নিতে হবে ধনে পাতা কুচিয়ে নিতে হবে।চিকেন কিমা করে নিতে হবে।

  3. 3

    চিকেন কিমার মধ্যে আগে থেকে করা মশলা নুন পিয়াঁজ টমেটো লঙ্কা গুঁড়ো ধনে পাতা বিটনুন আদা রসুন বাটা ডিম বেসন সব দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে।

  4. 4

    তারপর ইচ্ছামত কাবাবের আকার দিয়ে গড়ে নিতে হবে।

  5. 5

    ফ্রাইয়িং প্যানে সাদা তেল গরম করে আঁচ অল্প করে কাবাব শ্যালো ফ্রাই করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rubia Begam
Rubia Begam @cook_200789

Similar Recipes