চিকেন কাবাব (Chicken kebab recipe in Bengali)

Anushree Das Biswas
Anushree Das Biswas @cook_0107

#DRC1
উৎসবের মরশুমে চলো বানিয়ে নি এই মজাদার স্নাকস।

চিকেন কাবাব (Chicken kebab recipe in Bengali)

#DRC1
উৎসবের মরশুমে চলো বানিয়ে নি এই মজাদার স্নাকস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কিলো চিকেন কিমা
  2. ৩টেপেয়াঁজ
  3. ৫-৬ টাকাঁচালঙ্কা
  4. ২ +৩টা টমেটো
  5. ১/২,কাপ ধনেপাতা কুচি
  6. ১চা চামচ গোলমরিচ গুঁড়ো
  7. ১ চা চামচ গোটা জোয়ান
  8. ১/২ চা চামচ গোটা জিরে
  9. ১চা চামচ ভাজা জিরে গুঁড়া
  10. ১/২ চা চামচ চিলি ফ্লেক্স
  11. স্বাদ মতনুন
  12. ৩ টি ডিম
  13. ৪ টেবিল চামচ আটা
  14. পরিমাণ মতোভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সব কিছু গুছিয়ে নিলাম। চিকেন কিমা জল ঝরিয়ে নিলাম।পেয়াঁজ,কাঁচালঙ্কা ও ২ টমেটো কুচিয়ে নিলাম।

  2. 2

    ৩টে ডিম তেলে (নুন,গোলমরিচ ছাড়া) ভেজে নিলাম।

  3. 3

    একটি পাত্রে চিকেন কিমা,ডিম ভাজা,নুন,গোলমরিচ গুঁড়ো,পেয়াঁজ,কাঁচালঙ্কা,টমেটো,ধনে পাতা কুচি,গোটা জিরে,গোটা জোয়ান, চিলি ফ্লেক্স,ভাজা জিরে গুঁড়ো নুন সব দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে ২০মিনিট ফ্রিজে রেখে দেব।

  4. 4

    ৩ টে টমেটো রিং করে কেটে নেবো।

  5. 5

    এবার হাতে একটু তেল মাখিয়ে কিমার মিশ্রণ থেকে কাবাব গড়ে নেবো।প্রতিটি কাবাব একটি করে টমেটো রিং প্রেস করে লাগিয়ে দেব।

  6. 6

    সব গুলো গড়া হলে পানে তেল দিয়ে গরম হলে টমেটোর দিক টা তেলে র ওপর দিতে হবে। কাবাবের একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে।ওপর দিক টাও লালচে হয়ে এলে নামিয়ে নিতে হবে।পুরো ভাজা টাই লো টু মিডিয়াম ফ্লেম এ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anushree Das Biswas

Similar Recipes