ক্ষীর পটল বা পটল সন্দেশ (Kheer potol ba potol sandesh recipe in Bengali)

Purnabha Mitra Das
Purnabha Mitra Das @cook_27867484

মাঝে মাঝে মনে হয় ঠাম্মার রান্না গুলো কে নিজে করে খাই। তাই এটাও তাই ভেবেই করা।
#ebook0
6#week3

ক্ষীর পটল বা পটল সন্দেশ (Kheer potol ba potol sandesh recipe in Bengali)

মাঝে মাঝে মনে হয় ঠাম্মার রান্না গুলো কে নিজে করে খাই। তাই এটাও তাই ভেবেই করা।
#ebook0
6#week3

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৫ জন
  1. ১০ টা পটল
  2. ২০০ গ্রাম খোয়া ক্ষীর
  3. ৩ টেবিল চামচ তরল দুধ
  4. ৪ চা চামচ গুঁড়ো দুধ
  5. ১ কাপ চিনি
  6. ১০-১২ টা এলাচ
  7. ৭-৮ টা আলমন্ড
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. পরিমাণ মতজল
  10. ১/২ চা চামচ বেকিং পাউডার
  11. ২ ফোঁটা সবুজ ফুড কালার

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    প্রথমে পটল গুলোর খোসা ভালো করে ছড়িয়ে নিন। তারপর পটল গুলোকে মাঝখান থেকে চিরে তার ভেতরের সব বীজ বার করে পরিষ্কার করে নিন।

  2. 2

    তারপর একটি বড় পাত্রে অনেকটা পরিমাণ জল নিয়ে তাতে পটল গুলো সিদ্ধ হতে দিন। জল ফুটে উঠলে তাতে সামান্য পরিমান বেকিং সোডা ও সবুজ ফুড কালার দিয়ে ঢাকা দিয়ে দিন।

  3. 3

    ভালো করে পটল গুলো সেদ্ধ হয়ে এলে পটল গুলোকে আলাদা পাত্রে তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিন।

  4. 4

    অপরদিকে ফ্রাইং প্যান এ চিনি আর জল দিয়ে চিনির রস তৈরী করে নিন এবং তাতে পটল গুলোকে ধীরে ধীরে তার মধ্যে দিয়ে ২০ মিনিট ফোটাতে দিন।

  5. 5

    তারপর রস থেকে তুলে আলাদা পাত্রে রস ঝরতে দিন।

  6. 6

    ফ্রাইং প্যান e খোয়া ক্ষীর দিয়ে সেটা নাড়তে থাকুন । ক্ষীর গোলে গেলে তাতে চিনি ও তরল দুধ দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন।

  7. 7

    তারপর এতে এলাচ দানা, আলমন্ড কুচি আর গুঁড়ো দুধ দিয়ে নাড়তে থাকুন।

  8. 8

    মিশ্রণ টা মাখো মাখো হয়ে গেলে ঠান্ডা হতে দিন।

  9. 9

    তারপর পটলের ভিতর সাবধানে ক্ষীরের পুর ভরে প্লেটে সুন্দর করে খোয়া ক্ষীর আর আলমন্ড কুচি দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Purnabha Mitra Das
Purnabha Mitra Das @cook_27867484

মন্তব্যগুলি

Similar Recipes