আম সন্দেশ (aam sandesh recipe in bengali)

Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

#ম্যাঙ্গোম্যানিয়া

আম সন্দেশ (aam sandesh recipe in bengali)

#ম্যাঙ্গোম্যানিয়া

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৮-৯জন
  1. ১কাপ জল ঝড়ানো ছানা
  2. ১/৩কাপ বা স্বাদ মতো চিনি
  3. ১/৩কাপ খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ
  4. ২টেবিল চামচ পাকা আমের পাল্প
  5. ১-২ফোঁটা আমের এসেন্স ( ঐচ্ছিক )
  6. পরিমাণ মতো সবুজ ও হলুদ ফুড কালার
  7. ১চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে ছানাটাাভালো করে মথে নিতে হবে যাতে কোন ডেলা না থাকে।

  2. 2

    একটা পাত্রে ঘি দিয়ে ছানা, চিনি ও খোয়া বা গুঁড়ো দুধ দিয়ে ভালো করে পাক দিতে হবে।

  3. 3

    পাক হয়ে এলে আমের পাল্প ও এসেন্স মেশাতে হবে।

  4. 4

    এবার ইচ্ছে হলে ঐ মিশ্রণ টিকে দু ভাগে ভাগ করে সবুজ ও হলুদ রং মিশিয়ে। পছন্দ সই সেপ এ তৈরি করে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

Similar Recipes