ক্ষীর মালাই পটল (kheer malai patol recipe in Bengali)

Sushmita Chakraborty
Sushmita Chakraborty @Suhmita_16

#ebook2
নববর্ষের উৎসব মিষ্টি ছাড়া কখনও সুসম্পন্ন হয় না,আর একঘেয়েমি কাটাতে আমি তাই আজ পটলের এই মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি

ক্ষীর মালাই পটল (kheer malai patol recipe in Bengali)

#ebook2
নববর্ষের উৎসব মিষ্টি ছাড়া কখনও সুসম্পন্ন হয় না,আর একঘেয়েমি কাটাতে আমি তাই আজ পটলের এই মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 4 টেপটল
  2. 30 গ্রামক্ষীর
  3. 20 গ্রামপনির
  4. 2+2টেবিল চামচ চিনি
  5. 2টেবিল চামচ মিল্ক পাউডার/গুঁড়ো দুুধ
  6. 1/4 কাপদুধ
  7. 1/2 কাপচিনির সিরা
  8. 1/2 চা চামচজায়ফল ও জয়িত্রী গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পটলের খোসা ছাড়িয়ে পেট লম্বা লম্বি চিরে দানা বার করে নিন

  2. 2

    এবার জল গরম করুন এবং জায়ফল ও জয়ত্রী গুঁড়ো মিশিয়ে নিন,এক চিমটি লবণ দিয়ে দিন

  3. 3

    ফুটে উঠলে পটল দিয়ে দিন এবং ভাল করে সেদ্ধ করে নিন, তবে খেয়াল রাখতে হবে যেন ভশি সেদ্ধ না হয়

  4. 4

    একটু পরে তুলে নিন এবং চিনির সিরা তে দিয়ে ফুটিয়ে নিন

  5. 5

    স্বচ্ছ দেখতে হলে নামিয়ে ঠাণ্ডা করে নিন।

  6. 6

    ইতিমধ্যে একটি পাত্রে ক্ষীর, চিনি ও পনির কূচি দিয়ে গরম করে মিশিয়ে নিন, একটু দানা দানা অবস্থায় নামিয়ে নিন

  7. 7

    ঠাণ্ডা করে পটলের পেটে ভরে দিন,অন্য দিকে দুধ জ্বাল দিয়ে একটু ঘন করে নিন এবং চিনি ও গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন

  8. 8

    একটি পাত্রে পটল রেখে ওপরে মালাই দিয়ে ফ্রিজে রেখে দিন এবং ঠাণ্ডা করে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sushmita Chakraborty

মন্তব্যগুলি (2)

Similar Recipes