মাটন কষা (Mutton Kosha recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

ধীরে ধীরে রান্না করা মশলাদার এই ট্র্যাডিশনাল ডিশ বাঙালির ভীষণ প্রিয় খাবার। লুচি, পরোটা বা পোলাও এর সাথে খেতে দারুন।

মাটন কষা (Mutton Kosha recipe in Bengali)

ধীরে ধীরে রান্না করা মশলাদার এই ট্র্যাডিশনাল ডিশ বাঙালির ভীষণ প্রিয় খাবার। লুচি, পরোটা বা পোলাও এর সাথে খেতে দারুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘণ্টা
3 জন
  1. 500 গ্রামমাটন
  2. 1 টিতেজ পাতা
  3. 3 টিএলাচ
  4. 2 টিলবঙ্গ
  5. 1 ইঞ্চি দারচিনি টুকরো
  6. 2 টিমাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করা
  7. 1টেবিল চামচ আদা বাটা
  8. 1টেবিল চামচ রসুন বাটা
  9. 1.5টেবিল চামচ জিরে গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীকাঁচা লঙ্কা কুচি
  11. স্বাদ মতনুন
  12. 1 কাপগরম জল
  13. 1/2 চা চামচচিনি
  14. 1/2 চা চামচগরম মশলা
  15. প্রয়োজন মতসর্ষের তেল
  16. ম্যারিনেশনের জন্য
  17. 3টেবিল চামচ টক দই
  18. 4টেবিল চামচ গ্রেট করা কাঁচা পেঁপে
  19. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  20. স্বাদ অনুযায়ীলঙ্কা গুঁড়ো
  21. 2টেবিল চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘণ্টা
  1. 1

    মাংস দই, পেঁপে, হলুদ, লঙ্কা গুঁড়ো ও সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করুন 2-3 ঘণ্টা।

  2. 2

    কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, এলাচ, লবঙ্গ ও দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ বাদামি করে ভাজুন। এবার আদা ও রসুন বাটা মিশিয়ে দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ভাজুন।

  3. 3

    এরপরে ম্যারিনেট করা মাংস যোগ করুন। নুন ও লঙ্কা দিয়ে রান্না করতে থাকুন। মাঝে মাঝে নাড়তে থাকুন মাংসর রং চেঞ্জ হওয়া অবধি।

  4. 4

    গরম জল মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হলে চিনি ও গরম মশলা মিশিয়ে দিয়ে নামিয়ে নিন। পোলাও, লুচি বা পরোটার সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes