এগ কষা (Egg kosha recipe in Bengali)

Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

#ebook06
#week1
আজ আমি ডিম কষা বানালাম। ডিম কষা বাঙালির অতি পরিচিত একটা রান্না।এটা প্রায় সবাই বানায়।এটা ভাত, রুটি , পরোটা সবার সঙ্গেই ভালো লাগে খেতে।

এগ কষা (Egg kosha recipe in Bengali)

#ebook06
#week1
আজ আমি ডিম কষা বানালাম। ডিম কষা বাঙালির অতি পরিচিত একটা রান্না।এটা প্রায় সবাই বানায়।এটা ভাত, রুটি , পরোটা সবার সঙ্গেই ভালো লাগে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. ৩ টে ডিম
  2. ১ টা পেঁয়াজ কুচি
  3. ৩ টেবিল চামচ আদা,রসুন,পেঁয়াজ বাটা
  4. ১ টেবিল চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  5. ১ চা চামচ ধনে গুঁড়ো
  6. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. ১ টা পেঁয়াজ স্লাইস করা বেরেস্তার জন্য
  10. ১/২ চা চামচ গরম মসলা গুরো
  11. ৩ টেবিল চামচ তেল
  12. ১ চা চামচ ঘি
  13. ১ টা তেজ পাতা
  14. ২-৩ টে লবঙ্গ
  15. ৪ টে ছোট এলাচ
  16. ১ টা বড় এলাচ
  17. ১" দারচিনি
  18. ১ টা টমেটো কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে কড়াই তে তেল দিয়ে স্লাইস পেঁয়াজ গুলো ব্রাউন করে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে।

  2. 2

    এবার ডিম সেদ্ধ করে নুন, হলুদ, লঙ্কার গুরো মাখিয়ে তেলে ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    এবার কড়াই তে তেল দিয়ে তেজ পাতা গোটা গরম মসলা দিয়ে তাতে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে, আদা, রসুন বাটা টা দিয়ে ভাজতে হবে।

  4. 4

    এরপর তাতে টমেটো কুচি দিয়ে কষাতে হবে।

  5. 5

    কষানো হয় গেলে এবার লঙ্কা গুরো, হলুদ গুরো, ধনে, জিরে গুরো আর নুন দিয়ে ভালো করে কষাতে হবে।

  6. 6

    মসলার থেকে তেল বেরোলে এবার ডিম টা দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।

  7. 7

    এবার জলটা একটু সুকলে বেরেস্তা আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নাবিয়ে নিতে হবে।

  8. 8

    তোয়েরি হয় গেলো এগ কষা । এবার ভাত বা রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করার জন্য রেডী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

Similar Recipes