ধোঁকার ডালনা (Dhokar dalna recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

#jamai2021
আমার জামাই আর মেয়ে দুজনেই আমার হাতের ধোকার ডালনা খেতে ভালো বাসে।

ধোঁকার ডালনা (Dhokar dalna recipe in Bengali)

#jamai2021
আমার জামাই আর মেয়ে দুজনেই আমার হাতের ধোকার ডালনা খেতে ভালো বাসে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কাপ(বড়) ছোলার ডাল আর মটর ডাল সম পরিমানে
  2. ২টেবিল চামচ আদা বাটা
  3. ১ চা চামচ জিরা,শুকনো লঙ্কা বাটা
  4. ১ চা চামচ হিং, জলে গুলে রাখা
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ চা চামচ এলাচ, দারুচিনি, লবঙ্গ এক সাথে বাটা
  7. ২টো তেজপাতা
  8. ২ টো কাঁচা লঙ্কা
  9. ৩ টে আলু চার টুকরো করে কাটা
  10. স্বাদ মত নুন
  11. ২ টেবিল চামচ চিনি
  12. পরিমাণ মত +১ টেবিল চামচ সর্ষের তেল এবং ঘি
  13. ১ চা চামচ জিরা
  14. ৫-৬ টা কাজু এক টেবিল চামচ দই দিয়ে বেটে রাখা।

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ডাল টা ভালো করে ধুইয়ে ভিজিয়ে রাখতে হবে আগের দিন রাতে।

  2. 2

    পরের দিন জল বদলে, আদা আর কাঁচা লংকা দুটো দিয়ে বেটে নিতে হবে।

  3. 3

    সর্ষে র তেল গরম করে, ওতে জিরে আর হিং ফোড়ন দিয়ে ডাল বাটা টা দিতে হবে।

  4. 4

    ডাল বাটা টা ভালো করে নাড়তে হবে।

  5. 5

    নাড়তে নাড়তে ই সব মশলা মেশাতে হবে।

  6. 6

    এতে নুন আনদাজ মতো, মিষ্টি, একটু হলুদ গুরো দিয়ে ভালো করে কষিয়ে নিন। কড়াইয়ে র গা থেকে ছেড়ে আসলে বুঝব ঠিকভাবে ভাজা হয়েছে।

  7. 7

    এবার একটা থালায় তেল মাখিয়ে ঐ করানো ডাল টা ঢেলে দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে।

  8. 8

    একটা চাকু দিয়ে কেটে পিস পিস্ করে রাখতে হবে।

  9. 9

    কড়াইতে তেল গরম করে এক একটা ধোকার পিস্ ডিপ ফ্রাই করতে হবে।

  10. 10

    ঐ তেলেই জিরে, তেজপাতা আর হিং দিয়ে চার টুকরো করে কাটা আলু ভেজে নিতে হবে।

  11. 11

    এবার গরম মশলা বাদে সব উপকরণ একসঙ্গে নিয়ে একটু জল দিয়ে পেস্টের মতো করে ঢেলে দিতে হবে।

  12. 12

    মশলা কমানো হলে জল দিতে হবে একটু বেশি, তবে পরিমান মতো ।

  13. 13

    নুন, চিনি দিয়ে ফুটিয়ে নিতে হবে,গ্রেভিজিয়ে তৈরি হয়ে গেলে এবার ঐ ভাজা ধোকা গ্রেভি তে দিয়ে, আঁচ বন্ধ করে দিতে হবে।

  14. 14

    এবার গরম মশলা আর ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে অন্তত ৫,৬মিনিট।

  15. 15

    একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করতে হবে।

  16. 16

    ধোকার ভেতর গ্রেভিটা ঢুকে নরম হবে, আর গ্রেভিটাও শুকিয়ে মাখা মাখা হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

মন্তব্যগুলি

Similar Recipes