দই বড়া (doi bora recipe in bengali)

Sujala Sarkar
Sujala Sarkar @cook_30332309

#mkm
আমি #MoumitaKunduMalla FoodPhotographyTutorial য়ে অংশগ্রহণ করার জন্য এই রেসিপি দিলাম।

দই বড়া (doi bora recipe in bengali)

#mkm
আমি #MoumitaKunduMalla FoodPhotographyTutorial য়ে অংশগ্রহণ করার জন্য এই রেসিপি দিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০ গ্রাম বিউলি ডাল
  2. ২ চা চামচ চাল গুঁড়ো
  3. স্বাদ মতলবণ
  4. ১/২ কাপ চিনি
  5. ৪০০ গ্রাম টক দই
  6. ১ চা চামচ ১ চামচ ভাজা মসলা
  7. প্রয়োজন মতো তেঁতুল
  8. ১ টুকরো আদা
  9. ২ টি কাঁচা লঙ্কা
  10. পরিমান মতো সাদা তেল
  11. স্বাদমতো বিট লবণ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    বিউলি ডাল ঘন্টা খানিক ভিজিয়ে জল ঝরিয়ে আদা,কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে।

  2. 2

    চালের গুঁড়ো,লবণ দিয়ে ডাল বাটা টা ভালো ভাবে ফেটিয়ে নিতে হবে।

  3. 3

    এবার করাই তে তেল গরম করে মন মত আকারের বড়া ভেজে নিতে হবে।

  4. 4

    এবার গরম জলে লবণ দিয়ে বড়া গুলো ভিজিয়ে রাখতে হবে।কিছুক্ষন বাদে বড়া গুলো জল ঝরিয়ে নিতে হবে।

  5. 5

    এবার টক দই এর সাথে চিনি,লবণ,ভাজা মশলা মিশিয়ে বড়া গুলোর উপর ছড়িয়ে দিতে হবে।

  6. 6

    এরপর ভাজা মশলা,বিট লবণ আর তেঁতুলের মিষ্টি চাটনি (তেঁতুলের পাল্প এর সাথে চিনি,লবণ মিশিয়ে ফুটিয়ে নিলেই তৈরি) ছড়িয়ে নিলেই তৈরী দই বড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sujala Sarkar
Sujala Sarkar @cook_30332309

মন্তব্যগুলি

Similar Recipes