দই বড়া(Doi bora recipe in bengali)

Doyel Das
Doyel Das @cook_17768799
Udayanpally Near Busstand Bolpur(WB)

#স্মলবাইটস

খুব সহজ করে বানালাম চটজলদি করে বানানো যায়।
গরমকালে দই খাওয়া ভালো সাথে যদি বড়া হয় তাহলে স্বাদ আরো বেশি হবে।

দই বড়া(Doi bora recipe in bengali)

#স্মলবাইটস

খুব সহজ করে বানালাম চটজলদি করে বানানো যায়।
গরমকালে দই খাওয়া ভালো সাথে যদি বড়া হয় তাহলে স্বাদ আরো বেশি হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
২জন
  1. ১ কাপ উরদ ডাল
  2. ১/২ কাপবেসন
  3. স্বাদ মতলবণ
  4. ২ চা চামচমৌরি গুঁড়ো
  5. ১ চা চামচজিরে গুঁড়ো
  6. স্বাদ মতবিট লবন
  7. পরিমাণ মতজল
  8. প্রয়োজন অনুযায়ীতেল
  9. ১ চা চামচআমচুর
  10. ১ চা চামচ টমেটো সস
  11. ৫০০গ্রামটক দই
  12. ১ চা চামচচিনি
  13. ১ চা চামচ শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    ঊড়া ডাল ৫-৬ঘন্টা জলে ভিজিয়ে গ্ৰাইন্ডে মিক্স করে ব্যাটারের সাথে বেসন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একরকম ফোম হয়ে যাবে।তারপর লবণ গুরো জিরা মিশিয়ে ১০মিনিট ঢেকে রাখলাম।

  2. 2

    এবার কড়াই তে তেল গরম করে লো ফ্লেমে বড়া গুলো দিয়ে ভাজতে হবে।আরেক টা বাটিতে নরমাল/উষ্ণ জলে মৌরি গুরো,লবণ (যদি বড়া তে লবণ কম হয়)দিয়ে ভাজা বড়া তেল ছেঁকে মশলা জলে ফেলে ৫-৭ মিনিট রাখতে হবে।

  3. 3

    এবার বড়া গুলো জল থেকে তুলে আলতো চাপা দিয়ে বেশি জল টা বের করে পরিবেশনের ডিশে রেখে দিতে হবে।

  4. 4

    এবার দই তে বীটলবন স্বাদমতো,গুরো জিরা ১চিমটি,আমচুর ১চাচামচ,চিনি,লঙ্কা গুরো দিয়ে ভালো করে দই ফেটিয়ে রাখতে হবে।

  5. 5

    এবার বড়া গুলোর ওপোর দই ঢেলে দিতে হবে। ওপোরে সস দিয়ে পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Doyel Das
Doyel Das @cook_17768799
Udayanpally Near Busstand Bolpur(WB)
খেতে খুব ভালোবাসি।মায়ের হাতের যেকোনো রান্না বিশেষ প্রিয়।।
আরও পড়ুন

Similar Recipes