দই বড়া (doi bora recipe in Bengali)

Moli Mazumder
Moli Mazumder @cook_17986015

দই বড়া (doi bora recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ১০ মিনি
২ জন
  1. ১ কাপ ভেজানো(৫\৬ ঘন্টা ভিজিয়ে রাখা) বিউলির ডাল
  2. ৪\৫ চা চামচ ভেজনো (৫\৬ঘন্টা) ছোলার ডাল
  3. ১০০ গ্রামতেঁতুল , (তেতুলের কাথ বার করে রাখা)
  4. ২ চা চামচ চিনি গুঁড়ো
  5. ২০০গ্রাম ফেটানো টকদই
  6. ১মুঠো সরু ঝুরি ভাজা
  7. পরিমাণ মত ভাঁজর জন্য সাদা তেল
  8. স্বাদ মত নুন
  9. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  10. ১ চা চামচ চাট মশলা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ১০ মিনি
  1. 1

    প্রথমে ভেজানো ডাল গুলো একসাথে মিক্সিতে বেঁটে নিন ।

  2. 2

    পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটা বড়ো পাত্রে নিয়ে, হাত দিয়ে ফেটিয়ে নিন । (যত ভালো ফেটানো হবে বড়া ততটাই নরম ও সুস্বাদু হবে)

  3. 3

    তেতুলের কাথ বার করে রাখা টা অল্প গরম জল, লংকা গুড়ো ও চিনি ও পরিমাণ মতো নুন দিয়ে ফুটিয়ে চাটনি বানিয়ে নিন ।

  4. 4

    কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলে বেটে রাখা ডালের, দই বড়ার সাইজের একটি একটি করে বড়া ভেজে তুলে রাখুন ।

  5. 5

    আগে থেকে ফুটিয়ে রাখা গরম জলে (কুসুম গরম জল)বড়া গুলো ডুবিয়ে রাখুন ১০ মিনিট ।

  6. 6

    এবার জল চিপে বড়া তুলে ফেটানো টক দই এ দিয়ে দিন ।

  7. 7

    ৩০ মিনিট পর ওপরে চাট মশালা, তেতুলের চাটনি ও সেউ ভাজা ছড়িয়ে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moli Mazumder
Moli Mazumder @cook_17986015

Similar Recipes