নিরামিষ দই পনির(niramish doi paneer recipe in bengali)

Antora Gupta
Antora Gupta @happy_1980

#PBR
খুব অল্প উপকরণেই তৈরি এই নিরামিষ সুস্বাদু দই পনির।

নিরামিষ দই পনির(niramish doi paneer recipe in bengali)

#PBR
খুব অল্প উপকরণেই তৈরি এই নিরামিষ সুস্বাদু দই পনির।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3 সারভিংস
  1. 300 গ্রামপনির
  2. 2 চামচধনেপাতা কুচি
  3. 3-4 চা চামচসাদা তেল
  4. 4 টেবিল চামচদই
  5. 1 চা চামচ মত আস্ত গরম মশলা (এলাচ, দারচিনি, লবঙ্গ)
  6. 4 চা চামচকাঁচা লঙ্কা বাটা
  7. 2 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. 2 চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. স্বাদ মতনুন চিনি স্বাদ মতো
  10. 1/2 চা চামচময়দা
  11. 1 চা চামচহলুদ গুঁড়ো
  12. 4-5 টাকাজুবাদাম বাটা

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে পনিরের টুকরো করে কেটে তাতে খুব হালকা হাতে ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো ও সামান্য সাদা তেল মাখিয়ে রেখে দিলাম দশ মিনিট মতো

  2. 2

    একটা বাটিতে টকদই কাজুবাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, হাফ চামচ ময়দা ও সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে রাখলাম

  3. 3

    প্যানে তেল গরম করে তাতে পনিরের টুকরো গুলো হালকা করে ভেজে তুলে নিলাম

  4. 4

    এবার গ্যাসের আঁচ কমিয়ে ওই তেলে ই গরম মশলা ফোরোন দিয়ে টকদইয়ের মিশ্রণ টা ঢেলে এক কাপ মতোন জল দিয়ে নাড়া চাড়া করে নুন চিনি পরিমাণ মতো দিয়ে ভেজে রাখা পনিরের টুকরো গুলো ছেড়ে মিনিট ৫/৭ মতোন ফুটিয়ে নিয়ে গা মাখা মতো করে নিলেই তৈরি সুস্বাদু দই পনির

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Antora Gupta
Antora Gupta @happy_1980

Similar Recipes