নিরামিষ পনির (niramish paneer recipe in Bengali)

Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

#নিরামিষ
পনিরের এই রান্নাটি আমি প্রায় বানাই। গরম ভাতের সঙ্গে খেতে সবাই খুব পছন্দ করে।

নিরামিষ পনির (niramish paneer recipe in Bengali)

#নিরামিষ
পনিরের এই রান্নাটি আমি প্রায় বানাই। গরম ভাতের সঙ্গে খেতে সবাই খুব পছন্দ করে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১/২ ঘণ্টা
৪ জন
  1. ২০০ গ্রাম পনির
  2. ১ টি আলু
  3. ১ টি মাঝারি টমেটো
  4. ২ টেবিল চামচ দই
  5. স্বাদ মত নুন, চিনি
  6. পরিমাণ মত সাদা তেল ও ঘি
  7. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  8. ১/৪ চা চামচ ছোটো এলাচ গুঁড়া
  9. ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়া
  10. ১/৪ চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. ১/২ চা চামচ জিরে
  12. ১ টি তেজপাতা
  13. ১/৪ চা চামচ বেসন
  14. ১ চিমটি হিং
  15. ১/২ চা চামচ আদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

১/২ ঘণ্টা
  1. 1

    পনীর ছোটো ছোটো করে কেটে কিছুক্ষন উষ্ণ জলে ভিজিয়ে উঠিয়ে রাখতে হবে। আলু ছোটো ছোটো করে কাট তে হবে। টমেটো কুচি করতে হবে।

  2. 2

    তেলে অল্প নুন ও হলুদ দিয়ে আলু ও পনীর আলাদা করে হালকা ভেজে উঠিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার ওই তেলে জিরে, তেচ পাতা, হিং ফোড়ন দিয়ে আদা বাটা ও টমেটো কুচি দিয়ে কষতে হবে।

  4. 4

    টমেটো সিদ্ধ হলে ওতে ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে রাখা আলু দিয়ে কষতে হবে।

  5. 5

    এবার দই ও বেসন একসঙ্গে ফেটিয়ে কড়াইতে দিয়ে কষতে হবে। একটু পরে মশলা থেকে তেল বেরোলে অল্প জল দিয়ে নুন দিতে হবে ও কড়াই ঢাকা দিয়ে আলু ভালো করে সিদ্ধ করতে হবে।

  6. 6

    এরপর ভেজে রাখা পনীর দিয়ে ফোটাতে হবে। এই সময় চিনি, ছোটো এলাচ গুঁড়া, গরম মশলা গুঁড়া ও একটু ঘি দিয়ে ১-২ মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

Similar Recipes