দই পনির(Doi paneer recipe in bengali)

Moumita Kundu
Moumita Kundu @moumita_13

#দই
টক দই দিয়ে পনিরের এই পদ টি খুব সুস্বাদু হয়। এটি তৈরি করতে খুব কম সময় লাগে। আর পনির তো এখন ছোট থেকে বড় সবার ই পছন্দের একটি খাবার।

দই পনির(Doi paneer recipe in bengali)

#দই
টক দই দিয়ে পনিরের এই পদ টি খুব সুস্বাদু হয়। এটি তৈরি করতে খুব কম সময় লাগে। আর পনির তো এখন ছোট থেকে বড় সবার ই পছন্দের একটি খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫ জন
  1. ৫০০ গ্রাম পনির
  2. ৩ টেবিল চামচ টকদই
  3. ১০/১২ টা কাজু বাটা
  4. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  5. ১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  6. ১ চা চামচ জিরে গুঁড়ো
  7. স্বাদমতোনুন আর চিনি
  8. ১ চা চামচ আদা বাটা
  9. ১ টা ছোট টমেটো
  10. ফোড়নের জন্য আর ২টি তেজপাতা
  11. ১/৪ চা চামচ জিরে
  12. ১ চা চামচ ঘি
  13. ১ চা চামচ গরম মশলা
  14. ৪ টেবিল চামচ সরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে পনির ছোট করে কেটে অল্প নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজে নিয়েছি।

  2. 2

    এবার ঐ তেলের মধ্যে ফোড়ন দিয়ে সব গুঁড়ো মশলা, বাটা মশলা দিয়ে একটু কষে নিয়ে টকদই আর কাজু বাটা টা দিয়ে দিয়েছি।

  3. 3

    এবার একটু জল দিয়ে ফুটতে দিয়েছি, একটু ফোটার পর ঐ ভাজা পনির গুলো দিয়ে আরো কিছুক্ষন ফুটিয়ে নিয়েছি।

  4. 4

    সব শেষে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। হয়ে গেলো দই পনির।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moumita Kundu
Moumita Kundu @moumita_13

Similar Recipes