পাঁচ মেশালি ফলের টক ঝাল মিষ্টি চাটনি(panchmishali foler tok jhal mishti chutney recipe in Bengali)

Barna Acharya Mukherjee
Barna Acharya Mukherjee @Barna_Mukherjee

#আমারপ্রিয়রেসিপি
#HETT
চাটনি পছন্দ করেনা এরকম খুব কম মানুষ ই আছে আমার মতো পেটুক বাঙালির শেষ পাতে চাটনি পাঁপড় চাই ই চাই। আমি বিভিন্ন রকম চাটনি বানাতে ভালোবাসি কখনো আম তো কখনো আমসত্ত্ব আজ হাতের কাছে ছিল বেশ কিছু ফল ,তাই বানিয়ে ফেললাম এই নতুন চাটনি টা আমি সব ভিটামিন সি সমৃদ্ধ ফল ব্যবহার করেছি যাদের পুষ্টিগুণ প্রচুর

পাঁচ মেশালি ফলের টক ঝাল মিষ্টি চাটনি(panchmishali foler tok jhal mishti chutney recipe in Bengali)

#আমারপ্রিয়রেসিপি
#HETT
চাটনি পছন্দ করেনা এরকম খুব কম মানুষ ই আছে আমার মতো পেটুক বাঙালির শেষ পাতে চাটনি পাঁপড় চাই ই চাই। আমি বিভিন্ন রকম চাটনি বানাতে ভালোবাসি কখনো আম তো কখনো আমসত্ত্ব আজ হাতের কাছে ছিল বেশ কিছু ফল ,তাই বানিয়ে ফেললাম এই নতুন চাটনি টা আমি সব ভিটামিন সি সমৃদ্ধ ফল ব্যবহার করেছি যাদের পুষ্টিগুণ প্রচুর

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৪ জন
  1. ১/২ মাঝারি আপেল
  2. ৫-৬টা স্ট্রবেরি
  3. ৬-৭টুকরো আনারস
  4. ১ .৫ টা টমেটো
  5. ৪টি খেজুর
  6. ৬-৭টি কাজু বাদাম
  7. ২টো গোটা শুকনো লঙ্কা
  8. ১ চা চামচ পাঁচ ফোড়ন
  9. স্বাদ মতলবণ
  10. পরিমাণ মতভেজে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়ো
  11. ২চা চামচ সর্ষের তেল
  12. ১ চা চামচ কালো সর্ষে দানা
  13. ৩ টেবিল চামচ চিনি
  14. ১টেবিল চামচ লেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    ফল ও টমেটো গুলো কে ছোট ছোট টুকরো করে কেটে নেব

  2. 2

    পাঁচ ফোড়ন ও ১টি গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে ভাজা মশলা বানিয়ে নেব

  3. 3

    সসপ্যানে সর্ষের তেল গরম করে সর্ষে ও ১টি গোটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দেবো

  4. 4

    সর্ষে গুলো ফাটতে শুরু করলে আঁচ মিডিয়াম এ রেখে টমেটো গুলো ছেড়ে দেবো আর লবণ যোগ করবো.. এতে টমেটো টা ছেঁটে না...

  5. 5

    টমেটো টা থেকে আসতে আসতে জল বেরোতে থাকলে একে একে বাকি কেটে রাখা ফল গুলো ও কাজু বাদাম যোগ করবো

  6. 6

    ফল গুলো ভালো করে নাড়াচাড়া করে ১০০মিলিলিটার জল দিয়ে আঁচ কমিয়ে সসপ্যান টা ঢাকা দিয়ে রাখবো

  7. 7

    ৫মিনিট পরে ঢাকা খুলে জিরে গুঁড়ো ও চিনি যোগ করবো আর চাটনি টা ফুটতে দেবো

  8. 8

    পছন্দ মতো ঘন হয়ে এলে উনুন থেকে নামিয়ে ভাজা গুঁড়ো মশলা ও লেবুর রস যোগ করে ভালো করে নেড়ে দেবো

  9. 9

    ঠান্ডা হলে পরিবেশন করবো

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barna Acharya Mukherjee
Barna Acharya Mukherjee @Barna_Mukherjee
আমার কাছে রান্না একটি শিল্প... নিজের মনের মতো রান্না করি... যে ডিশ ই বানাই খুব ভালোবেসে বানাই আর নতুনত্ব রাখার চেষ্টা করি...
আরও পড়ুন

Similar Recipes