দই কাতলা (doi kathla recipe in bengali)

Subhajit Chatterjee
Subhajit Chatterjee @Subhajit

দই কাতলা (doi kathla recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 সারভিংস
  1. ৪ টুকরোকাতলা মাছ
  2. ১ চা চামচ আদা বাটা
  3. ২ চা চামচপেঁয়াজ রসুন বাটা
  4. ৩-৪ চা চামচ টক দই
  5. ১ চা চামচহলুদ গুঁড়ো
  6. ১ চা চামচ জিরা ধনে গুঁড়ো
  7. ১ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার
  8. ১ টি টমেটো পিউরি
  9. ১ টি পেঁয়াজ কুচি
  10. স্বাদমতোলবণ
  11. ১ কাপ জল
  12. ৩ চা চামচ সরষের তেল
  13. ১ চা চামচ গোটা জিরে
  14. ১ টি শুকনো লঙ্কা
  15. ১ চা চামচকাঁচা লঙ্কা বাটা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে মাছগুলো হলুদ মাখিয়ে করা করে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইয়ে আরো একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে টমেটো পিউরি দিতে হবে।

  3. 3

    এবার অল্প একটু লবণ হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে টমেটোর গণনা যাওয়া ওবদি কষাতে হবে।

  4. 4

    এবার ঢাকনা খুলে সমস্ত গুঁড়ো মশলা এবং বাটা মসলা একসঙ্গে দিয়ে মসলা ঢাকা দিয়ে ভালোভাবে কষাতে হবে। প্রয়োজন হলে কষানোর সময় একটু জল দিতে হবে।

  5. 5

    মসলা যখন তেল ছেড়ে দেবে তখন কি দিয়ে রাখা টক দই দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে এক কাপ উষ্ণ গরম জল দিয়ে স্বাদমতো লবণ দিয়ে এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে।

  7. 7

    গ্রেভি টা ভালোভাবে ফুটে উঠলে তারমধ্যে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিতে হবে। মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে।

  8. 8

    নামিয়ে নেওয়ার পর উপর দিয়ে ফেটানো টক দই ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhajit Chatterjee

মন্তব্যগুলি

Similar Recipes