দই  কাতলা(doi katla recipe in Bengali)

Debalina Mukherjee
Debalina Mukherjee @cook_18210623

#লাঞ্চ রেসিপি
#goldenapron3
দুপুরে ভাতের সাথে দই কাতলা একটি অনবদ্য পদ। দই কাতলা স্বাদে, রূপে, গন্ধে অতুলনীয় এবং এর জুড়ি মেলা ভার। লাঞ্চ রেসিপিতে এটি সত্যি একটি অতুলনীয় পদ।

দই  কাতলা(doi katla recipe in Bengali)

#লাঞ্চ রেসিপি
#goldenapron3
দুপুরে ভাতের সাথে দই কাতলা একটি অনবদ্য পদ। দই কাতলা স্বাদে, রূপে, গন্ধে অতুলনীয় এবং এর জুড়ি মেলা ভার। লাঞ্চ রেসিপিতে এটি সত্যি একটি অতুলনীয় পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 10 পিসকাতলা মাছ
  2. 4টিপেঁয়াজ মাঝারী সাইজের
  3. 2টেবিল চামচআদা বাটা
  4. 4 টেবিল চামচহলুদ গুঁড়ো
  5. 4 চা চামচজিরা গুঁড়ো
  6. 4চা চামচ ধনে গুঁড়ো
  7. 2 চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  8. 2চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  9. 2টিমাঝারি সাইজের টমেটো
  10. 10টিকাজুবাদাম বাটা
  11. 100 গ্রামফেটানো টক দই
  12. 10-12টিকিসমিস
  13. 2টিশুকনো লঙ্কা
  14. 2টিতেজপাতা
  15. 1 ইঞ্চিদারচিনি
  16. 4টিছোটো এলাচ
  17. 1 চা চামচগরম মসলার গুঁড়ো
  18. 1 চা চামচঘি
  19. স্বাদ অনুযায়ী চিনি
  20. স্বাদ অনুযায়ী নুন
  21. 100 মিলিলিটারসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কাতলা মাছ ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে, নুন হলুদ মাখিয়ে কড়াতে পরিমান মত সরষের তেল গরম করে নিয়ে, মাছগুলি লাল করে ভেজে তুলে নিলাম।

  2. 2

    এবার টমেটো কুড়িয়ে নিলাম এবং টকদই ভালো করে ফেটিয়ে নিলাম ।

  3. 3

    এবার কড়াইয়ে কাতলা মাছ ভাজা ওই তেল তাই ভাল করে গরম করে নিয়ে,তাতে দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা,শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে, 2 টি কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ ওই তেলের মধ্যে সোনালী করে ভেজে নিয়ে, দুটি পেঁয়াজবাটা এর মধ্যে দিয়ে ভালো করে সোনালী করে ভাজলাম।

  4. 4

    পেঁয়াজ ভাল করে ভাজা হয়ে গেলে এরমধ্যে কুড়ানো টমেটো টা দিয়ে ভাল করে মিক্স করে নিলাম ।

  5. 5

    টমেটো ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে, সুন্দর গন্ধ বের হয়ে গেলে এর মধ্যে একে একে ধনেগুঁড়ো,জিরেগুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকলাম, স্বাদমতো নুন ও চিনি দিয়ে,

  6. 6

    কষানো হয়ে গেলে, মশলা যখন তেল ছাড়তে শুরু করবে তখন এরমধ্যে কাজু বাদাম বাটা ও কিসমিস গুলো দিয়ে আরো কিছুক্ষন কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ফেটানো টক দই তা দিয়ে দিলাম,অল্প কিছুক্ষন কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিলাম,

  7. 7

    ঝোল ফুটে উঠলে ভাজা মাছ গুলো এর মধ্যে দিয়ে দিলাম,

  8. 8

    মাছ সেদ্ধ হয়ে গেলে, নুন ও মিষ্টি যথাযথ হলে নামানোর আগে,গরম মসলা ও ঘি ছড়িয়ে
    একটু ফুটিয়ে নামিয়ে নিলাম।

  9. 9

    পরিবেশনের সময় সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম। দুপুরে ভাতের সাথে এটি একটি অনবদ‍্য পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debalina Mukherjee
Debalina Mukherjee @cook_18210623

মন্তব্যগুলি

Similar Recipes