ব্রেড চকো কাস্টার্ড পুডিং(bread choco custurd puding recipe in Bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

#fd
#week4
বন্ধুত্বের সম্পর্কে চকলেট একটি গুরুত্বপূর্ণ অংশ।তাই আমি চকলেট দিয়ে তৈরি রেসিপি দিয়ে বন্ধুকে শুভেচ্ছা জানাতে চাই।

ব্রেড চকো কাস্টার্ড পুডিং(bread choco custurd puding recipe in Bengali)

#fd
#week4
বন্ধুত্বের সম্পর্কে চকলেট একটি গুরুত্বপূর্ণ অংশ।তাই আমি চকলেট দিয়ে তৈরি রেসিপি দিয়ে বন্ধুকে শুভেচ্ছা জানাতে চাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫
  1. ৭৫০ মিলি লিটার দুধ
  2. ৫-৬ লাইস ব্রেড / পাউরুটি
  3. ১ প্যাকেট চকলেট সিরাপ
  4. ৩-৪ চা চামচ চকলেট গানাস
  5. ৪-৫ চা চামচ চিনি
  6. ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  7. ১ চা চামচ চকলেট এসেন্স
  8. ৩-৪ চা চামচ কাস্টার্ড পাউডার

রান্নার নির্দেশ সমূহ

১৫
  1. 1

    প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে।

  2. 2

    পাউরুটির সাইড গুলো কেটে বাদ দিয়ে পাউরুটি গুলো ছোট ছোট করে কেটে নিতে হবে।

  3. 3

    এবার দুধ ঘন হয়ে এলে ওর মধ্যে তিন চার চামচ চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে চিনি টা গলিয়ে নিতে হবে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে হবে।

  4. 4

    এবার ছোট ছোট টুকরো করে রাখা পাউরুটি গুলো দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    ভালোভাবে মিশে গেলে চকলেট সিরাপ ও চকলেট এসেন্স দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এবার অন্য একটি বাটিতে তিন চার চামচ কাস্টার্ড পাউডার নিয়ে সেটা নরমাল দুধে গুলে নিয়ে সেই মিশ্রণটি দিয়ে ভালোভাবে মেশাতে হবে। 3-4 মিনিট ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে।

  7. 7

    এবার নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে 3- 4 ঘন্টা।তিন চার ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে উপরে চকলেট গানাচে দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে এবং বন্ধুত্বের আনন্দ নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyashree Roy Chatterjee

Similar Recipes