চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)

Debashree Deb
Debashree Deb @Shree_deb1980

#fd
#week4
কিছুই কোথাও যদি নেই
তবু তো কজন আছি বাকি,
আয় আরো হাতে হাত রেখে
আরো বেঁধে বেঁধে থাকি।
আমার 30 বছরের পুরানো দুই প্রিয় বান্ধবী আমার বানানো বিরিয়ানি খেতে ভালোবাসে তাই এই রান্নাটাই শেয়ার করছি।

চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)

#fd
#week4
কিছুই কোথাও যদি নেই
তবু তো কজন আছি বাকি,
আয় আরো হাতে হাত রেখে
আরো বেঁধে বেঁধে থাকি।
আমার 30 বছরের পুরানো দুই প্রিয় বান্ধবী আমার বানানো বিরিয়ানি খেতে ভালোবাসে তাই এই রান্নাটাই শেয়ার করছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 1/2 ঘন্টা
3 জন
  1. 6 টি বড় টুকরো চিকেন
  2. 3 টিআলু
  3. 3 কাপবাসমতী চাল
  4. 2 টিপেঁয়াজ কুচি করে কাটা
  5. 3 টিডিম সেদ্ধ
  6. 1/2 কাপপেঁয়াজ,রসুন,আদা, লঙ্কা বাটা
  7. 4 চা চামচবিরিয়ানি মশলা,
  8. 1+1+1+1+1+1 চা চামচ জিরে,ধনে, লঙ্কা, চিকেন মশলা, হলুদ,গরম মশলা।
  9. 2 টেবিল চামচদই
  10. 2+2+2+2+2 টি গোটা গরম মশলা যেমন এলাচ,দারচিনি,লবঙ্গ,জায়ফল,জয়িত্রী
  11. পরিমাণ মত তেল (আমি সর্ষে তেলে করেছি)
  12. 1 টিটমেটো
  13. 1/2 চা চামচকেওড়া জল
  14. 2 ফোঁটামিঠা আতর
  15. 2 চা চামচঘি
  16. স্বাদ মতনুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

1 1/2 ঘন্টা
  1. 1

    মাংস গুলো ধুয়ে দই, 2 চামচ বিরিয়ানি মশলা ও অন‍্য শুকনো মশলা দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রেখে দিতে হবে।

  2. 2

    বাসমতি চাল আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।

  3. 3

    গোটা গরম মশলা নুন ও তেল দিয়ে বাসমতি চাল ফুটিয়ে নিতে হবে। খুব নরম সেদ্ধ হলে হবে না। মার ফেলে খোলা হাওয়ায় রেখে দিতে হবে।

  4. 4

    কড়াইয়ে তেল গরম করে আলু, ডিম ও পেঁয়াজ (বেরেস্তা) ভেজে নিতে হবে।

  5. 5

    তেল গরম করে মশলা মাখানো মাংস ও আলু ও টমেটো দিয়ে খুব কম আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে। কোন জল দেয়া যাবে না।

  6. 6

    মাংস আর আলু সেদ্ধ হয়ে এলে নুন দিতে হবে। শুকিয়ে এলে নামিয়ে নিতে হবে।

  7. 7

    মাংস একটু ঠাণ্ডা হলে লেয়ার বানাতে হবে।প্রথমে একটি বড় পাত্রে ভাত রেখে তার ওপর ডিম,বেরেস্তা, আলু, মাংস, বিরিয়ানি মশলা নুন ও চিনি দিতে হবে তার ওপর আবার ভাত দিতে হবে। এইভাবে 3 টি লেয়ার তৈরি করে ওপর থেকে কেওড়া জল, মিঠা আতর ও ঘি দিয়ে ভালো করে ঢাকা দিতে হবে।

  8. 8

    পরিবেশনের ঠিক আগে এই বড় পাত্রটি গ‍্যাসের ওপর একটি তাওয়া রেখে তার ওপর দমে কিছুক্ষন রেখে নামিয়ে নিলেই রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debashree Deb
Debashree Deb @Shree_deb1980

Similar Recipes