আলু পটোলের ডালনা(Aloo potoler dalna recipe in Bengali)

Saheli Dey Bhowmik
Saheli Dey Bhowmik @cook_25230915

আলু পটোলের ডালনা(Aloo potoler dalna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৬ জনের জন্য
  1. ১ চা চামচ গোটা জিরে
  2. ১ টা তেজপাতা
  3. ২ টো শুকনো লঙ্কা
  4. ২ টো কাঁচালঙ্কা
  5. ৩ +৩ টে+ ১ টুকরোগোটা গরম মসলা( লবঙ্গ, এলাচ, দারচিনি)
  6. ২ টো টমেটো
  7. ১ টেবিল চামচ আদাবাটা
  8. ১ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১ চা চামচ ধনে গুঁড়ো
  10. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কাগুঁড়ো
  11. ১ চা চামচ ঘি
  12. ৮ টা পটল
  13. ৩ টা আলু
  14. ১/২ চা চামচ গুঁড়ো গরম মশলা
  15. স্বাদ মতলবণ
  16. পরিমাণ মত সর্ষের তেল
  17. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে আলু পটল গুলোকে ডুমো ডুমো করে কেটে কড়াইতে পরিমান মতো তেল দিয়ে লবণ ও হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এরপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে তেজপাতা, শুকনোলঙ্কা,গোটা জিরে আর গোটা গরমমসলা ফোড়ন দিয়ে তাতে আদাবাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একে একে জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে, হলুদগুঁড়ো দিয়ে ২ মিনিট কষিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোগুলো আর কাঁচালঙ্কাদিতে হবে। আর দিতে হবে স্বাদমতো লবণ।

  3. 3

    তারপর একটু জল গিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু ও পটল গুলো দিয়ে আরো ৩/৪ মিনিটে কষিয়ে পরিমান মতো জল দিতে হবে যাতে আলুগুলো ভালো ভাবে সেদ্ধ হয়ে যায়। ১০ মিনিট পর জল কমে গ্রেভি ঘন হয়ে আসলে নামাবার আগে ঘি আর গরমমসলা দিয়ে নামিয়ে নিজের মনের মতো করে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saheli Dey Bhowmik
Saheli Dey Bhowmik @cook_25230915

Similar Recipes