পটলের ডালনা (potoler dalna recipe in Bengali)

Tarpita Swarnakar
Tarpita Swarnakar @cook_28399925

পটলের ডালনা (potoler dalna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
2জন
  1. ৬টা পটল
  2. ১টা মাঝারি আলু
  3. ১ চা চামচ গোটা জিরা
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১ টেবিল চামচ কাজু কিসমিস বাটা
  6. ১ টেবিল চামচ চারমগজ বাটা
  7. ১ টেবিল চামচ ঘি
  8. ১ চা চামচ গোটা গরম মশালা
  9. ১/২ কাপসর্ষের তেল
  10. ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  11. ১টা তেজপাতা
  12. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১ চা চামচ চিনি
  14. স্বাদ মত নুন
  15. ১টা টমেটো কুচি
  16. ১ চা চামচ ধনে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    👉আলু,পটোল ছাড়িয়ে ভালো করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে।

  2. 2

    👉কড়াইয়ে স.তেল দিয়ে গরম হলে আলাদা
    আলাদা করে পটোল ও আলুতে নুন হলুদগুঁড়া মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    👉ঐ তেলে ই তেজপাতা,গোটা জিরা,গোটা গরম মশালা দিয়ে কুচানো টমাটো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।

  4. 4

    👉এবার একে একে সব বাটা মশলা দিয়ে নাড়তে হবে।

  5. 5

    👉একে একে সমস্ত গুড়া মশালা গুলো ও দিয়ে দিতে হবে,আচ কম করে কষিয়ে নিতে হব,যাতে মশালা গুলো জ্বলে না যায়।

  6. 6

    👉এবার ভাজা পটোল আলু দিয়ে জল দিয়ে দিতে হবে।আন্দাজ মতো নুন দিয়ে কম আচে ঢাকা দিয়ে সবজিগুলো নরম করে নিতে হবে।

  7. 7

    👉পটোল নরম হয়ে গেলে ঘি ও চিনি ছড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tarpita Swarnakar
Tarpita Swarnakar @cook_28399925

Similar Recipes