ধোকলা স্যান্ডুইচ (Dhokla recipe in bengali)

Puja Shaw
Puja Shaw @Puja_26602612

#Fd আমার বানানো ধোকলা সার্ভিসটা কে আমার বন্ধুরা খুবই ভালোবাসি প্রায় যখন আমরা ইস্কুলের সময় পড়াশোনা করতাম তখন ওদের এই রেসিপিটা কে আমি ফ্রেন্ডশিপ ডে তে বা আমার জন্মদিনে বানিয়ে খাওয়াতাম ওই জন্য আমি আমার এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে

ধোকলা স্যান্ডুইচ (Dhokla recipe in bengali)

#Fd আমার বানানো ধোকলা সার্ভিসটা কে আমার বন্ধুরা খুবই ভালোবাসি প্রায় যখন আমরা ইস্কুলের সময় পড়াশোনা করতাম তখন ওদের এই রেসিপিটা কে আমি ফ্রেন্ডশিপ ডে তে বা আমার জন্মদিনে বানিয়ে খাওয়াতাম ওই জন্য আমি আমার এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ১০০ গ্রাম ছোলার বেসন
  2. ১ টেবিল চামচ নুন
  3. ১ টেবিল চামচ চিনি
  4. ১/৪ টেবিল চামচ খাবার সোডা
  5. ২ টেবিল চামচ সাদা তেল
  6. ১/৪ টেবিল চামচ হলুদ
  7. পরিমাণ মতো জল
  8. ১টা লেমন ইনো
  9. ১০০গ্রাম পনির
  10. ১টেবিল চামচ চাট মসালা
  11. ১/৪টেবিল চামচ গোলমরিচ গুঁডো
  12. ১টা চাটনি জন্য ধনে পাতাকাঁচা লঙ্কা ১/২ ইনচ আদা পাতিলেবু আর নুন
  13. ঢোকলা উপরে দেবার জন্য তরকা সরষে কারি পাতা কাঁচা লঙ্কা
  14. ১ কাপ জল
  15. ২টেবিল চামচ চিনি
  16. ১ টেবিল চামচ নুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সর্বপ্রথম বেসন টা কে ছেঁকে নিতে হবে এবার তার মধ্যে নুন চিনি হলুদ খাবার সোডা তেল সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর জল দিয়ে ঘুলে দিতে হবে এবার কিছু খুন রেখে দেব

  2. 2

    এবার একটা বাসনাতে তেরি লাগি তেল লাগিয়ে নেব আর গরম জল বসিয়ে তৈরি করে রেখে দেবে বেটার মধ্যে ইনো দিয়ে দেব আর মিশিয়ে তেল লাগানো বাসন এর মধ্যে ঢেলে স্টিম করার জন্য কুড়ি মিনিট ছেড়ে দিতে হবে

  3. 3

    এবার পনির কে চৌকো করে কেটে নেব ধোকলা সাইজের মতো স্টিম হয়ে যাবার পর ঢোকলা কেউ পনির কে রেখে ঢোকলা সাইজ টা কেটে নেব আর শুক্লাকে চৌকো করা বিশ্বের মধ্যে এক পিঠে ধনেপাতার চাটনি আর এক পিঠে টমেটো সস দিয়ে দেবো

  4. 4

    এবার পনির টা কে ননস্টিকে প্যান্ তে দিয়ে দু পিঠে একটু সেঁকে নেব আর চাট মসলা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নেবো আর ঢোকলা একটা চাটনি পিঠের দিকে মধ্যিখানে রেখে দিতে হবে

  5. 5

    এবার ঢোকলা উপরে বানানো চাটনি টা বিয়ে দেব আর নারকেল কোরা দিয়ে ডেকোরেশন করে দেবো এবার পরিবেশন জন্য তৈরি আছে পনির ধোকলা স্যান্ডউইচ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Shaw
Puja Shaw @Puja_26602612

Similar Recipes