ধোকলা(dhokla recipe in Bengali)

Sonali Bhadra
Sonali Bhadra @cook_17849141

#ইভিনিং স্ন্যাক্স
এইটি খুব সহজ পদ্ধতিতে বানানো

ধোকলা(dhokla recipe in Bengali)

#ইভিনিং স্ন্যাক্স
এইটি খুব সহজ পদ্ধতিতে বানানো

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫জন
  1. ২ কাপ বেসন
  2. ১/২ চা চামচ নুন
  3. ১ চা চামচ চিনি
  4. ১/৪ চা চামচ হলুদ গুঁড়া
  5. ১ চা চামচ তরকা বানানোর জন্য সরষে
  6. ৫-৬ টি কারিপাতা
  7. ৪-৫ টি কাঁচা লঙ্কা
  8. ১ চা চামচ পাতি লেবুর রস
  9. ১ ছোট প্যাকেট ইনো
  10. ১ চা চামচ চিনি
  11. ১/২ কাপ নারকেল কোরা
  12. ১ চা চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটি বড় বাটি নিয়ে তাতে বেসন নিয়ে তার ওপর নুন, চিনি,হলুদ গুরো ভালো করে মিশিয়ে তাতে অল্প অল্প করে জলদিয়ে একটি ব্যাটার তৈরি করতে হবে ঠিক যেনো কেক বানানোর মতন,খুব শক্ত বা বেশি পাতলা না হই।

  2. 2

    তারপর একটি বাটি নিয়ে তাতে চারিদিকে তেল লাগিয়ে নিতে হবে।অপরদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে একটি প্লেট বসিয়ে গ্যাসটা অন করে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে।তারপর ইনও প্যাকেটটা কেটে ওই বেসনের ব্যটার এর মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে ওই তেল দেওয়া বাটির মধ্যে ঢেলে কড়াইতে বসিয়ে ঢেকে দিতে হবে।এই ভাবে ২০মিনিট মতন ঢেকে রেখে ধোকলা টা বানাতে হবে। তারপর ঢাকা খুলে একটি কাবাব স্টিক দিয়ে দেখতে হবে স্টিকের মধ্যে লেগে যাচ্ছে কিনা,যদি লাগে তবে আবার ঢেকে কিছুক্ষন করতে হবে,না লাগলে নামিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর একটি কড়াই বসিয়ে তাতে এক চা চামচ সাদা তেল দিয়ে তাতে সরষে, কাঁচা লঙ্কা বোঁটা সমেত আর কারিপাতা দিয়ে হালকা ভেজে ১/২কাপ জল দিয়ে দিতে হবে।জল ফুটে উঠলে তাতে লেবুর রস, চিনিটা দিয়ে গোলে গেলে নামিয়ে নিতে হবে।তারপর ওই ধোকলার বাটিটা একটি থালাতে উল্টিয়ে বার করে ছুরি দিয়ে কেটে তার ওপর তারকা টা ছড়িয়ে দিতে হবে,সাথে নারকেল কোরা টা দিয়ে পরিবেশন করলেই তৈরি ধোকলা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sonali Bhadra
Sonali Bhadra @cook_17849141

Similar Recipes