তিরাঙ্গা ঢোকলা (tiranga dhokla recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

একদম কম সময়ে বানিয়ে নেওয়া যায় আর খুব হেল্দি। কোন ফুড কালার না দিয়ে হেল্দি ভাবে তৈরি করেছি।

তিরাঙ্গা ঢোকলা (tiranga dhokla recipe in bengali)

একদম কম সময়ে বানিয়ে নেওয়া যায় আর খুব হেল্দি। কোন ফুড কালার না দিয়ে হেল্দি ভাবে তৈরি করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ সুজি
  2. ১/৪ চা চামচ চিনি
  3. ১/২ কাপ দই
  4. স্বাদ অনুযায়ীনুন
  5. সবুজ কালারের জন্য
  6. প্রয়োজন অনুযায়ীগ্রীন চাটনি
  7. ১/৪ চা চামচ ইনো
  8. কেশরি রঙের জন্য
  9. পরিমাণ মতগাজরের পেস্ট
  10. ১/৪ চা চামচ ইনো
  11. তড়কা দেবার জন্য
  12. ১/৪ চা চামচ সর্ষে
  13. প্রয়োজন অনুযায়ীকারি পাতা
  14. ১/৪ চা চামচ হিং
  15. ২ টো কাঁচা লঙ্কা কুচি
  16. ১/২ চা চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সব সামগ্রী গুলো একজায়গায় করে তারপর একটা বাউলে সুজি,নুন ও চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    তারপর ওর মধ্যে দই দিয়ে মিশিয়ে নিতে হবে আর ৩০ মিনিট ঢেকে রাখতে হবে।

  3. 3

    তারপর ৩০ মিনিট পর ব্যাটার টা তিন সমান ভাবে ভাগ করে নিতে হবে। এক ভাগে গাজর এর পেস্ট দিয়ে মিশিয়ে নিতে হবে। দরকার পোরলে অল্প জল এড করতে পারেন।

  4. 4

    তারপর আরেক ভাগে গ্রীন চাটনি দিয়ে মিশিয়ে নিতে হবে। আর সাদা ভাগ টা একটু জল দিয়ে ফেটে নিতে হবে।

  5. 5

    তারপর একটা পাত্রে ভালো করে তেল ব্রাস করে নিতে হবে আর কড়াইতে জল দিয়ে ওর মধ্যে স্ট্যান্ড বসিয়ে জল গরম হতে দিতে হবে।

  6. 6

    তারপর কেসরি কালারে ইনো দিয়ে মিশিয়ে তেল ব্রাস করা পাত্রে ঢেলে দিতে হবে আর ট্যাপ করে নিতে হবে। তারপর গরম ফুটন্ত জলে মিডিয়াম আর হাই এর মধ্যে রেখে ৫ মিনিট হতে দিতে হবে।

  7. 7

    তারপর ঢিক একি ভাবে সাদা ব্যাটারে ইনো মিশিয়ে ৫ মিনিট পর কেসরি কালারের উপর সমান ভাবে ঢেলে দিতে হবে। আর আবার ৫মিনিট হতে দিতে হবে। তারপর একি ভাবে সবুজ ভাগে ইনো মিশিয়ে সাদা ব্যাটারের উপর ঢেলে দিয়ে মিডিয়াম আঁচে ১০ মিনিট হতে দিতে হবে।

  8. 8

    তারপর অল্প ঠাণ্ডা হলে একটা প্লেটে উলটে দিয়ে বের করে নিতে হবে তারপর নিজের ইচ্ছে মত সেপে কেটে নিতে হবে।

  9. 9

    তারপর একটা হাতা তে তেল দিয়ে গ্যাসের উপর বসিয়ে তেল গরম হলে সর্ষে ফোরন দিয়ে ওর মধ্যে কারি পাতা ও কাঁচা লংকা কুচি দিয়ে ফোরন দিতে হবে তারপর ঢোকলা তে ছড়িয়ে দিতে হবে।

  10. 10

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে নিজের ইচ্ছে মত চাটনি বা সসের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি (4)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
Wow Superb
Hello dear 🙋
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

Similar Recipes