ডিম আর সব্জী দিয়ে চাউমিন (dim are sabji diye chowmein recipe in Bengali)

Priyanka Mukherjee
Priyanka Mukherjee @Mukherjeepriyanka

#jemonkhusi
#pp

মেয়ের আবদারে প্রায় সময়ই কিছু কিছু টিফিন বানাতে হয়। এটা তারই একটি।

ডিম আর সব্জী দিয়ে চাউমিন (dim are sabji diye chowmein recipe in Bengali)

#jemonkhusi
#pp

মেয়ের আবদারে প্রায় সময়ই কিছু কিছু টিফিন বানাতে হয়। এটা তারই একটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৫জন
  1. ৫০০গ্রাম চাউমিন
  2. ২০০গ্রাম সাদা তেল
  3. স্বাদ মতগোলমরিচ গুঁড়ো
  4. স্বাদ মতনুন
  5. ১ চা চামচ চিনি
  6. ১টেবিল চামচ সোয়া সস
  7. ১টেবিল চামচ টমেটো সস
  8. ১ টেবিল চামচ ভিনিগার
  9. ৫ টি ডিম
  10. ১টি গাজর কুচানো
  11. ১টি ক্যাপ্সিকাম কুচি
  12. ১ কাপবাঁধাকপি কুচি
  13. ১০ টি বিন্স কুচি
  14. ২টিপেঁয়াজ কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে কড়ায় জল গরম করে তাতে পরিমাণ মত নুন ও ১ চা চামচ তেল দিয়ে চাউমিন দিয়ে গ্যাস বন্ধ করে ভালো করে নরম করে, জল ঝরিয়ে নেওয়া হলো। দেখতে হবে চাউমিন যেনো ৯০% নরম হয়।

  2. 2

    এবার কড়ায় ১টেবিল চামচ তেল দিয়ে ডিম গুলি নুন, গোলমরিচ দিয়ে ভেজে কুচি কুচি করে নিয়ে নাবিয়ে রাখা হলো।

  3. 3

    এবারে কড়ায় আরও ১ টেবিল চামচ তেল দিয়ে একসাথে সব সবজি দিয়ে ভেজে নেওয়া হলো।

  4. 4

    এবার সবজি হালকা ভাজা হলে, তাতে একে একে ডিম কুচি করে ভাজা, নুন, চিনি, গোলমরিচ, সোয়া সস, টম্যাটো সস, ভিনিগার দিয়ে সুখনো করে নামিয়ে নিতে হবে।

  5. 5

    এবার কড়ায় বাকি তেল দিয়ে চাউমিন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে সবজি, ডিম ও সসের মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি গরম গরম ডিম ও সবজি দিয়ে চাউমিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Mukherjee
Priyanka Mukherjee @Mukherjeepriyanka

Similar Recipes