চিংড়ির আলুর রসা (chingri Aloor rosa recipe in Bengali)

Supriya Bhaskar
Supriya Bhaskar @cook_27720486

রুটি পরোটা অথবা রাইস এর সাথে খুবই ভালো লাগে

চিংড়ির আলুর রসা (chingri Aloor rosa recipe in Bengali)

রুটি পরোটা অথবা রাইস এর সাথে খুবই ভালো লাগে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 8-10 টিমাঝারি চিংড়ি মাছ
  2. 2 টিপেঁয়াজ কুচি
  3. 2টেবিল চামচ আদা রসুন বাটা
  4. 1চা চামচ জিরা ধনে গুঁড়ো
  5. 1চা চামচ হলুদ গুঁড়ো
  6. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  7. 1/3 চা চামচগরম মশলা গুঁড়ো
  8. 1 টি বড় টমেটো কুচি
  9. 1টেবিল চামচ গোটা গরম মশলা
  10. 1চা চামচ গোটা জিরে
  11. 2 টিতেজপাতা
  12. পরিমাণ মত সর্ষের তেল
  13. স্বাদ মতোনুন
  14. 1 চা চামচচিনি
  15. পরিমাণ মত জল
  16. 4-6 টুকরোআলু

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সরষের তেলে হালকা লালচে করে ভেজে তুলে রাখতে হবে

  2. 2

    আলু ও লালচে করে ভেজে তুলে রাখতে হবে

  3. 3

    একটা বাটিতে অল্প জল দিয়ে তাতে সমস্ত গুঁড়ো মশলা একসাথে নিয়ে কিছুক্ষণ গুলে রাখতে হবে

  4. 4

    কড়াইতে যা সরষের তেল আছে তাতে গোটা জিরে গরম মসলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা টমেটো কুচি দিয়ে কষাতে হবে তারপর তাতে বাকি গুলি রাখা মসলা দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষে নিতে হবে

  5. 5

    মসলা ভালো করে কষা হলে আলু এবং চিংড়ি মাছ দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে মাঝারি আঁচে আলু এবং চিংড়ি মাছ দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে মাঝারি আঁচে

  6. 6

    পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত

  7. 7

    আলু সেদ্ধ হলে এবং ঝোল কিছুটা ঘন হলে গরম মসলা গুঁড়ো ছড়িয়ে নামাতে হবে

  8. 8

    যেকোনো রাইস অথবা রুটি পরোটা সাথে খুবই ভালো লাগবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriya Bhaskar
Supriya Bhaskar @cook_27720486

Similar Recipes