পাঠার মাংসের ঝোল । (pathar mangsher jhol recipe in Bengali)

Ruby Bose
Ruby Bose @rubyz2

#td
কুকপ্যাড থেকে আমি অনেক রান্না শিখেছি ও শিখছি শিক্ষক দিবস উপলক্ষে @ Sushmita_16 Chakroborty দির বানানো রান্না আমি নিজের মতো করে বানিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে রান্না টি শেয়ার করার জন্য।

পাঠার মাংসের ঝোল । (pathar mangsher jhol recipe in Bengali)

#td
কুকপ্যাড থেকে আমি অনেক রান্না শিখেছি ও শিখছি শিক্ষক দিবস উপলক্ষে @ Sushmita_16 Chakroborty দির বানানো রান্না আমি নিজের মতো করে বানিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে রান্না টি শেয়ার করার জন্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৫ জন
  1. ১ কেজি পাঠার মাংস
  2. ৩ টি মাঝারি আলু ২ টুকরো করে কাটা
  3. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  4. স্বাদ মতোনুন
  5. ১ চা চামচ জিরা গুঁড়ো
  6. ১ চা চামচ ধনে গুঁড়ো
  7. ৪ টি পেঁয়াজ ২টি স্লাইস করা
  8. ২ চা চামচ মিট মশলা
  9. ২০০ গ্রাম টকদই
  10. ফোঁড়নের জন্য
  11. ৪+২+৩+৬টি তেজপাতা, দারচিনি, লবঙ্গ , গোলমরিচ
  12. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  13. ১ টেবিল চামচ আদা কুচি
  14. ১ টেবিল চামচ রসুন
  15. ৪ টেবিল চামচসর্ষের তেল
  16. ৩ চা চামচ লঙ্কার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    আলু নুন, হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখেছি।

  2. 2

    ২ টি পিয়াজ, রসুন, আদা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি।

  3. 3

    মাংসে ফোড়নের মশলা ও গরম মশলা বাদ দিয়ে সব শুকনো মশলা, তৈরী করা পেস্ট, তেজপাতা, ২ টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে রেখেছি।

  4. 4

    প্রেসার কুকারে তেল গরম করে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে স্লাইস করা পিয়াজ দিয়ে বাদামি রঙের হলে ম্যারিনেট করা মাংস দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। আচ মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে।কিছুক্ষণ পর ঢাকা খুলে আলুগুলো দিয়ে নাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। মাংসের থেকে যখন জল বেরিয়ে আসবে তখন আচ বাড়িয়ে দিয়ে নেড়ে দিতে হবে। আলু সেদ্ধ হয়ে গেলে উঠিয়ে রাখতে হবে। মাংস ভালো করে কষিয়ে নিতে হবে।

  5. 5

    মাংসের মশলা থেকে তেল ছেড়ে আসলে আচ কমিয়ে দিয়ে টকদই ফেটিয়ে দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে আচ বাড়িয়ে দিয়ে নাড়িয়ে নিয়ে প্রয়োজন মতো গরম জল দিয়ে প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে দিয়েছি।

  6. 6

    ১ টি সিটি দিয়ে আচ কমিয়ে দিয়ে ৫ মিনিট রেখে নামিয়ে নিয়েছি। নিজের থেকে যখন ঢাকনা খুলেছে তখন তার মধ্যে সেদ্ধ হওয়া আলু দিয়ে, গরম মশলা গুঁড়ো দিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছি ।
    ৫ মিনিট পর পরিবেশন করে দিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ruby Bose
Ruby Bose @rubyz2
আমি রান্না করতে খুব ভালোবাসি।নতুন নতুন রান্না করা আমার শখ ও তার সাথে এক্সপেরিমেন্ট ও চলতে থাকে। বলা বাহুল্য খেতে ও ভালোবাসি।বিভিন্ন ধরনের আর নানা দেশের খাবার চেখে দেখা আমার দুর্বলতা বটে।
আরও পড়ুন

মন্তব্যগুলি (6)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
রেসিপিটা বেশ ভালো লাগলো🌺
উপস্থাপনাও বেশ ছিমছাম🚀
🍬
আমার রেসিপি গুলো সময় পেলে দেখে লাইক দিতে পারেন আর পছন্দ হলে অনুসরণ দেবেন।🌷

Similar Recipes