তাল সন্দেশ (Tal Sandesh Recipe In Bengali

Samita Sar
Samita Sar @cook_25646655

#td
আমি কুকপ‍্যাড থেকে অনেক নতুন নতুন ধরনের রান্না শিখেছি, ও শিখছি ,আজ আমি Teachers day Special উপলক্ষে এই গ্ৰুপের বন্ধু Antora gupta @happy_1980 বানানো তাল সন্দেশ রেসিপি টি একটু নিজের মতো করে বানানোর চেষ্টা করলাম।অসংখ্য ধন্যবাদ অন্তরা এত সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য।

তাল সন্দেশ (Tal Sandesh Recipe In Bengali

#td
আমি কুকপ‍্যাড থেকে অনেক নতুন নতুন ধরনের রান্না শিখেছি, ও শিখছি ,আজ আমি Teachers day Special উপলক্ষে এই গ্ৰুপের বন্ধু Antora gupta @happy_1980 বানানো তাল সন্দেশ রেসিপি টি একটু নিজের মতো করে বানানোর চেষ্টা করলাম।অসংখ্য ধন্যবাদ অন্তরা এত সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
১০ জন
  1. ৫০০গ্ৰাম দুধ ছানা করার জন্য
  2. ৩/৪কাপ তালের ক্বাথ
  3. ১কাপ চিনি
  4. ৪টেবিল চামচগুঁড়ো দুধ
  5. ৪টে ছোট এলাচ
  6. ৩চা চামচ ঘি
  7. পরিমাণ মতকাজু,চেরি, পেস্তা কুচি ও নারকেল সাজানোর জন্যে
  8. ৩চা চামচ+১ চা চামচ ভিনিগার ও জল
  9. ৪ টেবিল চামচ দুধ

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে দুধ ফুটিয়ে ভিনিগারের মধ্যে জল মিশিয়ে ছানা কাটিয়ে নিয়েছি।এবার কাপড়ে ছেকে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি।

  2. 2

    মিক্সিতে ছানা,চিনি ও দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি।তালের কাথ কড়াইয়ে ফুটিয়ে ঘন করে নিয়েছি ।

  3. 3

    এবার একটি ননষ্টিক কড়াইয়ে ২চামচ ঘি গরম করে ছানা দিয়ে একটু নেড়েচেড়ে তালের ক্ষীর দিয়ে সমানে নাড়িয়ে যেতে হবে, আচ মিডিয়ামে থাকবে, গুড়ো দুধ ও দিতে হবে, আর ধৈর্য্য ধরে সমানে নাড়িয়ে যেতে হবে, এলাচ গুড়ো ও ১ চামচ ঘিদিয়ে নাড়তে নাড়তে শুখনো ও কড়া ছেড়ে ডো মতো হয়ে যাবে নামিয়ে ঘি মাখানো থালায় ছড়িয়ে দিতে হবে।

  4. 4

    এবার মোল্ড গুলো তে ঘি মাখিয়ে চামচ করে ভরে ওপরে কাজু,চেরি কিসমিস ও পেস্তা কুচি ও নারকোল কোরা দিয়ে সাজিয়ে দিলাম, আর কয়েক টি হাত দিয়ে চেপে সন্দেশের আকার দিয়ে ওপরে বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিলাম।আর চেরি দিয়ে সাজিয়ে দিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes