ছোলার ডাল (Cholar dal recipe in bengali)

Nandini Mukherjee Ghosh
Nandini Mukherjee Ghosh @Nandini_94

ছোলার ডাল (Cholar dal recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০ গ্রাম ছোলার ডাল
  2. ১ চা চামচ মচ আদা বাটা
  3. স্বাদ মতনুন ও চিনি
  4. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১/২ চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  6. ২ টো কাঁচা লঙ্কা
  7. প্রয়োজন অনুযায়ীতেজপাতা +গোটা জিরে+শুকনো লঙ্কা ফোঁড়নের জন্য
  8. ১ মুঠো কিসমিস
  9. প্রয়োজন অনুযায়ী নারকেল কুচি
  10. ১ চা চামচ ঘি
  11. ১ চা চামচ ভাজা মশলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ছোলার ডাল ৪-৫ ঘন্টা ভিজিয়ে রেখে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এমন ভাবে সেদ্ধ করে যাতে ডাল পুরো গলে না যায়।

  2. 2

    একটা বাটিতে আদাবাটা আর সব গুড়ো মশলা অল্প জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখব। নারকেল কুচি ও হালকা লাল করে ভেজে নেব।

  3. 3

    কড়াইতে তেল গরম করে ফোরন দেব। ফোরনের গন্ধ বেরলে মশলার মিশ্রণ টা দিয়ে অল্প কষিয়ে ওর মধ্যে ভেজানো কিসমিস গুলো দিয়ে নাড়াচাড়া করে ভাজা নারকেল কুচি দিয়ে মিশিয়ে নেব।

  4. 4

    এবার সেদ্ধ ডাল দিয়ে মিশিয়ে প্র‍য়োজন মতো আরও একটু জল দিয়ে ফুটতে দেব। চিনি দেব। নামাবার আগে ঘি আর ভাজা মশলা দিয়ে দেব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandini Mukherjee Ghosh

Similar Recipes