চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

Ratna Sarkar
Ratna Sarkar @Ratnafoodworld

চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জনের
  1. 500 গ্রামহাড় ছাড়া মুরগীর মাংস
  2. 1 চামচলেবুর রস
  3. 1 টিডিম
  4. 1 কাপডুমো ডুমো সবুজ ক্যাপ্সিকাম
  5. 1 কাপডুমো ডুমো লাল ক্যাপ্সিকাম
  6. 1 কাপডুমো ডুমো হলুদ ক্যাপ্সিকাম
  7. 1 কাপডুমো ডুমো পেঁয়াজ
  8. 1টেবিল চামচ রসুন কুচি
  9. 1টেবিল চামচ আদা কুচি
  10. 1টেবিল চামচ ময়দা
  11. 1টেবিল চামচ টমেটো সস
  12. 1টেবিল চামচ চিলি সস
  13. 2চা চামচ ডার্ক সয়া সস
  14. 2 চা চামচ ভিনিগার
  15. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  16. 1 চা চামচলঙ্কার গুঁড়ো
  17. স্বাদ মতনুন,
  18. 2টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  19. 1টেবিল চামচ স্প্রিং অনিয়ন
  20. পরিমাণ মততেল
  21. পরিমাণ মতজল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে মাংস ভালো করে ধুয়ে, ডুমো ডুমো করে কেটে আবারও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তাতে স্বাদ মত নুন, ডিম, 1/2 চামচ করে গোলমরিচ গুড়ো, লঙ্কার গুড়ো, লেবুর রস, ময়দা দিয়ে ভালো করে মেখে 25-30 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    এবারে ডুবো তেলে মাংসের টুকরো গুলো একে একে সোনালী রঙের করে ভেঁজে নিতে হবে। এবারে অন্য একটি কড়াইতে 3 চামচ তেল দিয়ে তাতে একে একে রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে।

  3. 3

    এবারে একে একে সব ক্যাপ্সিকাম, পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবারে একে একে ডার্ক সয়া সস, টমেটো সস, চিলি সস, ভিনিগার দিয়ে ভালো করে নাড়তে হবে। এবারে গোলমরিচ গুড়ো আর বাকি লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে।

  4. 4

    এবারে একটা পাত্রে কর্নফ্লাওর নিয়ে ভালো করে জল দিয়ে গুলে দিতে হবে এবং ভালো করে নেড়ে 4-5 মিনিট রান্না করতে হবে লো আঁচে ঢেকে। এবারে ঢাকা খুলে ভালো করে নেড়ে নুন দেখে স্প্রিং অনিয়ান দিয়ে ভালো করে নেড়ে গ্যাস বন্ধ করে 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

  5. 5

    এবারে গরম গরম পরিবেশন করা যাবে ভীষণ সুস্বাদু "চিলি চিকেন"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ratna Sarkar
Ratna Sarkar @Ratnafoodworld

Similar Recipes