হায়দ্রাবাদি মটন কাচ্চি দম বিরিয়ানি (Hydrabadi kacchi dum biriyani recipe in Bengali)

Ratna Sarkar
Ratna Sarkar @Ratnafoodworld

#nsr
#week3

যে কোন অনুষ্ঠানে বা বাড়িতে কেউ এলে বা নিজেরাই মজা করে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। সম্পূর্ণ তেল ছাড়া ভীষণ স্বাস্থ্যকর একটি আমিষ খাবার।

হায়দ্রাবাদি মটন কাচ্চি দম বিরিয়ানি (Hydrabadi kacchi dum biriyani recipe in Bengali)

#nsr
#week3

যে কোন অনুষ্ঠানে বা বাড়িতে কেউ এলে বা নিজেরাই মজা করে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। সম্পূর্ণ তেল ছাড়া ভীষণ স্বাস্থ্যকর একটি আমিষ খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
5 জনের
  1. 500 গ্রামবাসকাঠি/দেরদুন রাইস/বাসমতি যেকোন ধরনের চাল
  2. 1কেজি মটন মিডিয়াম পিস করা
  3. 3 কাপপেঁয়াজ বেরেস্তা
  4. 2 চা চামচআদা বাটা
  5. 2 চা চামচরসুন বাটা
  6. 1 চা চামচ হলুদ গুড়ো
  7. 1 চা চামচজিরা গুড়ো
  8. 1 চা চামচধনে গুড়ো
  9. 1 চা চামচলঙ্কা গুড়ো
  10. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  11. 2 চা চামচবিরিয়ানী মশলা গুঁড়ো
  12. 2 চা চামচধনে পাতা কুচি
  13. 2 চা চামচপুদিনা পাতা কুচি
  14. 2 চা চামচকাঁচা লঙ্কা কুচি
  15. 1/2 কাপটক দ
  16. আলু পছন্দ হলে (optional)
  17. স্বাদ মতনুন
  18. 1 চা চামচঘী
  19. 2 চিমটি কেশর
  20. 1/2 কাপউষ্ণ গরম দুধ
  21. 6-8 টিছোট এলাচ (সবুজ)
  22. 6-8 টিলবঙ্গ
  23. 6-8 টিগোলমরিচ
  24. 3 ইঞ্চিদারুচিনি
  25. 1 চা চামচসাদা তেল
  26. প্রয়োজন মতবেশ কিছু তেজপাতা
  27. পরিমাণ মতআলুমিনিয়াম ফয়েল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে মটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, এবারে একে একে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুড়ো, হলুদ গুড়ো, ধনে গুড়ো, জিরা গুড়ো, টক দই, 1/2 চামচ গরম মসলা গুড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, স্বাদ মত নুন, 1 চিমটি কেশর দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করতে হবে 24 থেকে 48 ঘন্টা।

  2. 2

    এবারে 1/2 কাপ উষ্ণ গরম দুধে 1 চিমটি কেশর ভিজিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবারে চাল 30 মিনিট মত ভিজিয়ে রাখতে হবে। আর ম্যারিনেট করা মাংস ফ্রীজ থেকে বের করে সাধারণ তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  3. 3

    এবারে একটি পাত্রে 700 -800 মিলি জল নিয়ে সেটাকে গরম করে তাতে প্রয়োজন মত নুন দিতে হবে, 1 চামচ তেল, দারুচিনি, ছোট এলাচ, গোলমরিচ, লবঙ্গ দিতে হবে এবং তার পরে চাল দিয়ে সেটাকে 70 % রান্না করে জল ঝরিয়ে নিতে হবে।

  4. 4

    এবারে একটি পাত্রের (পাত্রটি যেন নিচের দিকে মোটা থাকে) নীচে পুরোটাই তেজপাতা বিছিয়ে দিতে হবে, ভালোভাবে না বসলে একটু ঘী বা তেল ব্রাশ করে নিতে হবে, তার ওপরে ম্যারিনেট করা মাংস ভালো করে বিছিয়ে দিতে হবে এবং আলু দিতে চাইলে এই খানে আলু একটু নুন-হলুদ দিয়ে ভেঁজে সাজিয়ে দিতে হবে। এবারে তার উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে তার উপরে অর্ধেক করে ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি ভালো করে ছড়িয়ে দিয়ে ভাত ছড়িয়ে দিতে হবে।

  5. 5

    এবারে উপর থেকে বাকি ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দুধে ভেজানো কেশর, মাংস ম্যারিনেট করা পাত্র ধুয়ে সামান্য একটু জল, পেঁয়াজ বেরেস্তা, গরম মসলা গুড়ো, বিরিয়ানি মশলা গুড়ো এবং ঘী ছাড়িয়ে দিয়ে একটি ফয়েল পেপার 2ই বা 3 বার করে দিয়ে ভালো করে মুড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাত্র টিকে পুরো বন্ধ করে দিতে হবে।

  6. 6

    এবারে একটি লোহার তাওয়া বা রুটি ভাঁজার তাওয়ার ওপরে রেখে ছোট ওভেনে প্রথমে 10 মিনিট হাই আঁচে তারপরে 40 মিনিট লো আঁচে রেখে গ্যাস বন্ধ করে আরো 30 মিনিট রেখে পরিবেশন পাত্রে নামিয়ে পরিবেশন করা যাবে গরম গরম "হায়দ্রাবাদী মটন কাচ্চি দম বিরিয়ানি"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ratna Sarkar
Ratna Sarkar @Ratnafoodworld

Similar Recipes